মানবতা ও প্রেমের আদর্শে জাকেরপার্টি।
জাকের পার্টি কাউকে আক্রমণ করেনা, রাস্তা অবরোধ করেনা, জান-মালে আগুন দেয়না, অপরের গায়ে আঘাত করেনা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেনা। কেনোনা রক্ষাকারী কেবল রক্ষা করতেই জানে, ধ্বংস না। আর রক্ষার জন্য প্রয়োজন হাতিয়ার, ধৈর্য্যের হাতিয়ার, বাতেলদের থেকে আত্ম রক্ষার হাতিয়ার, মজলুমকে বাঁচানোর হাতিয়ার।
ধৈর্য্যই হচ্ছে মহামানবদের মূলনীতি, কাউকে আঘাত করে নয়, বরং আঘাতকারীর থেকে রক্ষা করাটাই মহামানবদের আদর্শ ও নীতি।
জাকের পার্টি ক্ষমতার লোভ করেনা। আর জাকের পার্টি আদর্শের বাইরে মাথা নত করেনা বলেই অনেকে দুর্বল মনে করে থাকে। জাকের পার্টি আহলে বায়েতের প্রেমের পার্টি, জাকের পার্টি হোসাইনী পার্টি, জাকের পার্টি মজলুমদের পার্টি, জাকের পার্টি নীতি ও আদর্শের পার্টি।
জাকের পার্টির উদ্দেশ্য যুদ্ধ নয়। জাকের পার্টি মনে করে একতাবলের শক্তি অর্জন ও একতার বলে বলিয়ান হওয়াটাই মূল হাতিয়ার ও মহা বিজয়।
– Nishat Wahid