হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) পবিত্র আহলে বাইত হলো নাজাতের তরী

পবিত্র আহলে বাইত হলো নাজাতের তরী

পবিত্র আহলে বাইত হলো নাজাতের তরী

পবিত্র আহলে বাইত হলো নাজাতের তরী– পৃথিবী সৃষ্টির আগেই আহলে বাইত ছিলেন, উনাদের মাধ্যমে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। আহলে বাইত ছাড়া কোনো আমল টিকবে না, কেননা ইবাদতের মুল আহলে বাইত। নবী পাক গাদিরে খুম নামক জায়গায় যখন বলেন “আমি যার মাওলা আলী তাঁর মাওলা হে আল্লাহ যে আলীর সঙ্গে বন্ধুত্ব করবে তুমি তাঁর সাথে বন্ধুত্ব কর, আর যে আলীর সঙ্গে শুত্রুতা করবে তুমি তাঁর সাথে শুত্রুতা কর” – তো বর্তমানে দেখা যায় বিভিন্ন যুক্তিবাদি ভন্ড আলেম তারা মাওলা আলীকে মাওলা হিসেবে গণ্য করে না, যে যায়গায় নবী পাক বলেছেন- “আমি যার মাওলা আলী তাঁর মাওলা, আমার পরে বিভিন্ন ফেতনা সৃষ্টি হবে তখন তোমরা আলীর সাথে থেকো কেননা হক আলীর সঙ্গে।”

তাহলে বর্তমানের আলেমরা তারা কি নবী মোহাম্মদ সঃ এর আদেশ পালন করছে? আজকাল আহলে বাইত এর কোনো গুণগান হয়না কেন? কোনো মসজিদে আহলে বাইত এর কোনো শান মান করা হয় না। যুবকদের জান্নাতের সর্দার ইমাম হুসাইন আঃ কিন্তু ইমাম হুসাইন কে কেউ অনুসরণ করে না যে জান্নাতের বাদশা তাকেই স্বরণ করে না। মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতিমা কিন্তু মহিলারা উনাকে অনুসরণ করে না, তাহলে তারা কিভাবে জান্নাত আশা করে? বর্তমানের কিছু দুনিয়ালোভি আলেমরা হলো ধর্মব্যবসায়ী তারা প্রকৃত ধর্ম প্রচার করছে না। সত্য জেনেও সত্য প্রকাশ করছে না।

যাইহোক সবাই কে আল্লাহ হেদায়েত দান করতেন যেন সবাই পবিত্র আহলে বাইতকে চিনতে এবং জানতে পাড়ি। আমিন।

লেখা: গিয়াস উদ্দিন ডালিম