হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) দুরুদ সালাম (কারবালার স্মরনে কবিতা)

দুরুদ সালাম (কারবালার স্মরনে কবিতা)

224

দুরুদ সালাম (কারবালার স্মরনে কবিতা)

দুরুদ সালাম
— ফকির সেলিম কাদেরী

সালাম সালাম দুরুদ সালাম
মহা বীর মাওলা হোসাইন,
হাত দিল না মস্তক দিল তাই
শান্ত ইসলামের এই দ্বীন।।

প্রেমের ভাষা বুঝল না তারা
প্রাণ নিতে ইয়াজিদ হইছে খারা,
হার না মেনে ধৈর্য নিয়ে করল
দিন ইসলাম রক্তে রঙিন।।

হৃদয়ে স্মরণ করে রক্ত ঝরে
প্রাণ দিল কারবালার মাটির পরে,
হোসাইন সঙ্গী, সাথী, স্ব-পরিবার
সবাই সালাম দুরুদ নিন।।

পাকপাঞ্জাতন দয়াল গুরু
যেথায় প্রেমের খেলা শুরু,
চিনো পাঞ্জাতনের পঞ্চরসিক
জাগ্রত হও রে নবীন।।

সেলিম দয়াল গুরু কইর স্মরণ
সেন্টু শাহ্ পঞ্চরশিক রতন
পাকপাঞ্জাতন মুর্শিদ মাওলা
মনেতে রাখো একিন।।