আনাস বিন মালিক (রঃ) থেকে বর্ণিত রাসুলুল্লাহ্ (সাঃ) বলেছেন –
“আমার মন চায় আমি যেন আমার ভাইদের সাথে মিলিত হই, সাহাবীগণ আরজ করলেন ইয়া রাসুলুল্লাহ্ (সাঃ) আমরা তো আপনার ভাই, রাসুলুল্লাহ্ (সাঃ) বললেন তোমরা আমার সাহাবা, আর আমার ভাইয়েরা হচ্ছে সেই সকল ঈমানদার, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে অথচ তারা আমাকে দেখেনি।” – (মুসনাদে আহমদ, ১ম খণ্ড পৃষ্ঠা ৯২)।