বরযক কি ও বরযকের তাৎপর্য:
বরযগ অর্থ ছুরুত। অর্থাৎ যে ছুরুতে মুর্শিদের ছবি সেই ছরুতে আল্লাহ নবী। তাই বরযগ কে ঠিক রেখে পীরের মাঝে নিজেকে যিনি বিলিন করেছেন তিনিই কামেল হাক্কানি হয়েছেন।
বরযক দুই প্রকার:- বরযকে কোবরা ও বরযকে ছুগরা।
- বরযকে কোবরা: হযরত মোহাম্মদ (সঃ) এঁর ছুরুত মোবারক।
- বরযকে ছুগরা: নায়েবে রাসুল অর্থাৎ পীরের ছুরত আপন মুর্শিদের ছুরুত।
ধ্যান যোগে তা তে বিলীন হতে পারলেই রাসুল পাক (সাঃ) এর ছুরত ধ্যান লাভ হয়। পরে ফানাফিল্লাহ ও পরে বাকাবিল্লাহস্তর উদঘাটন হয়। এ সাধনার নিবিষ্টতায় ইশকে এলাহী ও ইশকে ইলাহীর ইলম প্রাপ্তিতে আধ্যাত্নিকতার গুপ্ত রহস্য উদঘাটন হয়ে যায়। তখন তাঁর আর কোন কিছু চেনার বা দেখার বাকী থাকেনা তিনি তখন আল্লাহময় হয়ে যান। ছন্দের তালে মন বলে “বরযক যদি ঠিক থাকে তবেই ঐ বরযকে আল্লাহ মিলে”
– আশরাফ আহমদ