হোমপেজ হাদিস প্রতিদিন -Daily Hadiths তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর পৃথক হইয়ো না।

তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর পৃথক হইয়ো না।

482

তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর পৃথক হইয়ো না।

হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত-

একদা একজন আরবী এসে নবীজীর নিকট জিজ্ঞাসা করল – হে আল্লাহর রাসুল! আমি শুনেছি আপনি বলেছেন- “তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর পৃথক হইয়ো না।” (আল-কুরআন)

সেই রজ্জু (রশি) কি যাকে আমরা অনুসরণ করবো?

তখন রাসুলে পাক (ﷺ) নিজের হাত আলীর হাতের উপর রেখে বললেন – “এই আলীই খোদার মজবুত রজ্জু (রশি) তাকে অনুসরণ করো।”

দলিলঃ [ইয়া নাবিউল মাওয়াদ্দাত, পৃষ্টা-১১৯, ইয়া মুকাল্রেবুল ক্বুলুব, পৃষ্টা-৪৫।