কদমবুছি জায়েজ এবং এটি মুস্তাহাব আমল।

কদমবুছি জায়েজ এবং এটি মুস্তাহাব আমল।

বড়দের হাতে ও পায়ে মহব্বতে, সম্মান প্রদর্শনের জন্য চুমু খাওয়া সুন্নত। কদমবুছি মুস্তাহাব আমল। আলেম, বুজুর্গ ও ওস্তাদের নেক নজর পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কদমবুছি।

আলিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণীর জন্য পাঠ্যবই আকাইদ ও ফিকহ্ বইয়ে এ কথা লেখা হয়েছে। এ বইয়ের ১১৩ পৃষ্ঠার একটি পাঠের নাম ‘কদমবুছি’। এখানে লেখা হয়েছে ‘বড়দের প্রতি সম্মান ছোটদের প্রতি মায়া-মমতা ইসলামের অন্যতম শিক্ষা। বড়দের প্রতি সম্মান প্রদর্শনে তাদের আন্তরিক দোআ পাওয়া যায়। আলেম, বুযুর্গ, ওস্তাদের নেক-নজর পাওয়ার জন্য কদমবুছি অন্যতম মাধ্যম। হাত ও পায়ে মুহব্বতে, সম্মান প্রদর্শনের জন্য চুমু খাওয়া সুন্নত।

  • হযরত সোহাইব রা. বর্ণনা করেন, “আমি হযরত আলী (রা.) কে হযরত আব্বাস রা. এর হাত এবং পায়ে চুম্বন করতে দেখেছি।” (আল আদাবুল মুফরাদ, ২৩৮)।
  • এ ছাড়া ওজজা ইবনে আমের বলেন, “আমরা রসুলুল্লাহ সা:-এর খেদমতে হাজির হলাম। আমাদের বলা হলো ইনি রসুল (সা:)। আমরা তার দুই হাত ও দুই পায়ে ধরেছি এবং চুমু খেয়েছি।” (আল আদাবুল মুফরাদ, ২৩৮)
  • রাসূলে কারীম (সঃ) ইরশাদ করেন, “যে ব্যক্তি তার মায়ের পা চুম্বন করবে সে যেনো জান্নাতের চৌকাঠ চুমু খেলো।” (মাবসুত লিস সারাখছি: ১০খণ্ড, ১৪৯ পৃষ্ঠা)
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel