শেষ জামানার ভবিষ্যৎ বাণী করে রাসুল (সঃ) বলেছেনঃ
রাসুল (সঃ) বলেনঃ “মানুষের উপর এমন এক সময় আসবে যখন ইসলাম থাকবে না, থাকবে উহার নাম, কুরআন থাকবে না, থাকবে উহার খোসা, স্থানে স্থানে মসজিদ ঘর পাকা হবে কিন্তু হেদায়েতের নাম গন্ধও থাকবে না, সে জামানার আলেমগণ হবে চরিত্রহীন। আসমানের নিচে সকল সৃষ্ট জীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে আলেম সমাজ। তারা পরস্পর ঝগড়া করবে এবং বিবাদ-বিসম্বাদরে মতানৈক্য প্রচার করে জনগণকে সত্য থেকে দূরে সরায়ে নেবে।”
(বায়হাকী ও মেশকাত)