হোমপেজ হাদিস প্রতিদিন -Daily Hadiths আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা”

আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা”

97

দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ أَنَا دَارُ الْحِكْمَةِ، وَ عَلِيٌّ بَابُهَا.

“আমি হিকমতের গৃহ আর আলী তার দরজা”।

সূত্র: (সুনানে তিরমিযী ৫:৬৩৭/৩৭২৩,হিল্লিয়াতুল আউলিয়া ১:৬৪,আল জামিউস্ সাগীর ১:৪১৫/২৭০৪)

হিকমত মানে জ্ঞান। আর দয়াল রাসূলের এই জ্ঞানটা মূলত ঐশ্বরিক প্রেমের জ্ঞান। সমস্ত সৃষ্টি জগতের জ্ঞানের ভান্ডার হলো রাসূল এবং মাওলা আলী সেই জ্ঞানের দরজা। দরজা ব্যতীত যেমন ঘরে প্রবেশ করা যায় না, ঠিক তেমনিভাবে ঐশ্বরিক প্রেমের জ্ঞান আহোরণ করতে হলে তাকে মাওলা আলীর কদমে আসতেই হবে। সমস্ত সৃষ্টি জগতের জ্ঞানকে যদি একত্রিত করা হয়, তবুও রাসূলের জ্ঞানের চুল পরিমান হবে না। অর্থাৎ সৃষ্টি জগতের সকল জ্ঞানের জল হলো দয়াল রাসূল।

আর আমরা সমস্ত মাখলুকাত হলো ঐ জ্ঞানের জলের একফোঁটা বিন্দুরাশি নই। দয়াল রাসূল এবং মাওলা আলী হলো একে অপরের পরিপূরক। তাই সমস্ত নবী-রাসূল, ফেরেশতা, জ্বীন, সাহাবী এবং অলী আল্লাহগণ মাওলা আলীর দরজা দিয়ে জ্ঞানসিন্ধুর দরজায় প্রবেশ করেছে। মাওলা আলীর দরজা ব্যতীত কোন নবী-রাসূল, সাহাবী এবং অলী আল্লাহগণ জ্ঞানী হতে পারেনি এবং কেয়ামত পর্যন্ত কেউ হতে পারবে না। পরিশেষে বলা যায়, মাওলা আলীর চরণের আশ্রয় ভিক্ষা নিয়েই যুগে যুগে নবী-রাসূল, সাহাবী এবং মহামানবগণ জ্ঞানী হয়েছেন এবং কেয়ামত পর্যন্ত হবেন।