- হযরত আব্দুল্লাহ বিন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেছেন, “তোমরা মসজিদকে শোয়ার স্থান বানাবে না।” (উমদাতুল ক্বারী শরহে বুখারী ৫ম খন্ড, ৪৪৬ পৃষ্ঠা)
- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, “তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবেনা। ‘মসজিদে হারাম(মক্কা), মসজিদে নববী(মদিনা), এবং মসজিদে আল আকসা(বায়তুল মুকাদ্দাস)'” (বুখারীঃ হা/১১৮৯, মিশকাত হা/৬৯৩, এবং মুসলিম শরীফ)।