হোমপেজ হাদিস প্রতিদিন -Daily Hadiths তোমরা এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে।

তোমরা এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে।

1703

তোমরা এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে।

জিকিরের প্রতি আলোকপাত করতে গিয়ে রাসুল (সা.)-এর হাদিস শরিফে ইরশাদ হয়েছে-

“তুমি আল্লাহর জিকির এত অধিক পরিমাণে করো যেন লোকে তোমাকে পাগল বলে।”

দলিলঃ(মুসনাদে ইমাম আহম্মদ/মুসনাদে আবু ইয়ালা/সহী ইবনে হিব্বান/তিবরানী শরীফ/আল মস্তাদরাক লিল হাকেম)।

রাসুল (সা:) আরও বলেছেন,

“যারা দল বেঁধে একত্রে বসে আল্লাহর জিকির করে তাদের ব্যপারে আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশংসা করেন।”

দলিলঃ (সহি মুসলিম হাদিস নম্বর ৬৬১১,খন্ড ৬,পৃ: ২০৭ ই:ফা:)।

এখন কথা হলো অধিক পরিমাণে জিকির না করলে লোকে পাগল বলিবে কেমনে?