তোমরা এমনভাবে জিকির করো যেন লোকে তোমাকে পাগল বলে।
জিকিরের প্রতি আলোকপাত করতে গিয়ে রাসুল (সা.)-এর হাদিস শরিফে ইরশাদ হয়েছে-
“তুমি আল্লাহর জিকির এত অধিক পরিমাণে করো যেন লোকে তোমাকে পাগল বলে।”
দলিলঃ(মুসনাদে ইমাম আহম্মদ/মুসনাদে আবু ইয়ালা/সহী ইবনে হিব্বান/তিবরানী শরীফ/আল মস্তাদরাক লিল হাকেম)।
রাসুল (সা:) আরও বলেছেন,
“যারা দল বেঁধে একত্রে বসে আল্লাহর জিকির করে তাদের ব্যপারে আল্লাহ ফেরেশতাদের কাছে প্রশংসা করেন।”
দলিলঃ (সহি মুসলিম হাদিস নম্বর ৬৬১১,খন্ড ৬,পৃ: ২০৭ ই:ফা:)।
এখন কথা হলো অধিক পরিমাণে জিকির না করলে লোকে পাগল বলিবে কেমনে?