হোমপেজ বাণী ও উপদেশ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর বাণী।

আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর বাণী।

434

আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরীর বাণী।

সৈয়্যদ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী। সাজ্জাদানশীন, সাতগাছিয়া দরবার শরীফ। পটিয়া, চট্টগ্রাম।

১.
আমার ধর্ম গুরুবাদী ইসলাম, আমার কর্ম গুরুপূজা, আমি খাট পূজারী, আমি পীর পূজারী, মাজার পূজারী। তাতে ভাবনা কী?

২.
সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, পারে না শুধু এক করিতে মুসলমান।

৩.
আধি গুরু স্বয়ং আল্লাহ যুগে যুগে ৩ লাখ, ২ লাখ, ১ লাখ গুরু প্রেরণ করেছেন, শেষ গুরু আওলাদে রাসূল (সাঃ) কেয়ামত পর্যন্ত। আমি তাদের গোলাম। তাতে ভাবনা কি?

৪.
পীর বড় নয়, সত্যকে পাওয়াই বড়। সত্য পাওয়ার নিমিত্তে হাজারবার মুরিদ হও।

৫.
গুরুর ছেলে, মনোনীত গুরু হবে। আশ্চর্য্য কী?

৬.
প্রেমের কোন সীমা নেই, প্রেম অখন্ড ও অসীম।

৭.
হৃদ মন্দির পরিষ্কার করার একমাত্র ঔষধ গুরুর ধ্যান।

৮.
‘ইসলাম মানে গুরুবাদ’ আলেম বাদ নয়!

৯.
বৎস! কুল কায়েনাতের কোন সৃষ্টিকে ঘৃণা করিও না। মনে করবে প্রত্যেকটি সৃষ্টির পেছনে রাব্বুল ইজ্জতের বিকাশ ও প্রকাশ।

১০.
‘শরীয়ত ও তরীকত’ -কাপড় ধৌত করিয়া নামাজ পড়া শরীয়ত,অন্তর পরিষ্কার করিয়া পড়া তরীকত। কেবলামুখী হওয়া শরীয়ত,অন্তরকে আল্লাহর দিকে ঝুকাইয়া দেওয়া তরীকত। একে অপরের উপর নির্ভরশীল-ভিন্নতে পথভ্রষ্টতা।