হোমপেজ ইলমে মারেফত মুমিনের ক্বালবেই আল্লাহর বাসস্থান।

মুমিনের ক্বালবেই আল্লাহর বাসস্থান।

393

মুমিনের ক্বালবেই আল্লাহর বাসস্থান।

রাসূলে পাক (সাঃ) সতর্কবাণী উচ্চারণ করে বলেছেনঃ- ‘সাবধান! নিশ্চয়ই প্রত্যেক দেহে একটি গোশতের টুকরা রয়েছে। যখন সেটি শুদ্ধ থাকে, তখন দেহের অন্য অঙ্গগুলোও শুদ্ধ হয়ে যায়। আর যদি তা বিনষ্ট হয়, তাহলে সব অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। এর নাম হলো ক্বালব(অন্তর) বা মানবাত্মা।’ (বুখারি ও মুসলিম)

মানুষের অধ্যাত্ম চেতনা ও আত্মশক্তির অনন্য চালিকাশক্তি হলো ‘ক্বালব’ বা অন্তঃকরণ। এর সুস্থতার সঙ্গে দেহ-মনের সুস্থতা সম্পৃক্ত।

মহান আল্লাহ তায়ালা মানুষের ক্বালবের মাঝে বিরাজমান বলেই তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেনঃ-

“আমি তোমাদের অন্তরে (ক্বালবের ৭ম স্তর নফসীর মাকামে) অবস্হান করি, তোমরা কেনইবা দেখনা।” (সূরা- জারিয়াত, আয়াত-২১)।

“আমি তাঁর (মানুষের) শাহরগের চেয়েও নিকটে।” (সূরা- ক্বাফ, আয়াত-১৬)।

“আর তোমরা যেখানে থাকো, তিনি (আল্লাহ্) তোমাদের সাথে আছেন।” (সূরা- হাদিদ, আয়াত- ৪)।

রাসুল (দ.) ইরশাদ করেনঃ-
“যমিনবাসী থেকে অবস্থানের পাত্র রয়েেছ তোমাদের প্রভুর সেই অস্থানের পাত্র হলো মু’মিনের ক্বলব বা অন্তর।”

(সুত্রঃ তাবরানী, মুসনাদে সামীন / জালালুদ্দিন সুয়ূতী, জামেউস সগীর / জামিউল আহাদিস / সাখাভী, মাকাসিদুল হাসানা / আজলূনী, কাশফুল খাফা / ইরাকী, তাখরীজে ইহইয়াউল উলূমুদ্দিন / মানাভী, ফয়যুল কাদীর)

হৃদপিন্ড বা ক্বালব মানবদেহের কেন্দ্রবিন্দু। এ হৃদপিন্ড থেকে উপরের দিকের, অর্থাৎ নিম্নলোকে বা আলমে খালকের স্তরসমূহকে জমিন বলে গণ্য করা হয়। উপরে বর্ণিত সূরা নূহের আয়াতে চন্দ্র সূর্যের যে বর্ণনা রয়েছে, মানব দেহের সাথে তার মিল খুঁজতে গিয়ে সূফী সাধকগন বলেন- চন্দ্র বলতে মানুষের নফস এবং সূর্য বলতে মানুষের রুহকে বুঝানো হয়েছে।

রাসূল পাক সঃ বলেন, “ক্বালব একটি মাংস টুকরো, উহার ভিতরে পেট আছে, এমনকি উহার ভিতরে ৭টি পেট রয়েছে।” (নূরুল আসরার)।

ক্বালব যদিও স্হূল জগতের অন্তর্গত একটি মাংসের টুকরা, এর ভিতরে সূক্ষ্ম জগতের অংশ ৭টি স্তরে বিরাজ করে। যথা –

  • ১/ ছুদুর
  • ২/ নসর
  • ৩/ সামছী
  • ৪/ নূরী
  • ৫/ কুরব
  • ৬/ মকীম
  • ৭/ নফসী

ক্বালবের সূক্ষ্ম এই ৭টি স্তর মর্যাদায় স্হূল দেহের চেয়ে উর্ধ্বে। এগুলির একে অন্যের মধ্যেও আবার মর্যাদার তারতম্য রয়েছে। যেমন – মর্যাদা অনুসারে ক্বালবের প্রথম স্তর ছুদুরের অবস্থান দেহের স্হূল অংশের চেয়ে অনেক উচ্চে। কিন্তু বাকী স্তরসমূহের তুলনায় এর মর্যাদা সর্বনিম্নে। অনুরূপভাবে ক্বালবের ২য় স্তর নসরের মর্যাদা ছুদূর অপেক্ষা অনেক উচ্চে কিন্তু ৩য় স্তর সামছীর তুলনায় অনেক নীচে। এভাবে ক্বালবের ৭ম স্তর নফসীর মর্যাদা সবার উর্ধ্বে।

ছুদুর থেকে মানুষ রিপু তাড়িত হয় বিধায় এটাকে শয়তানের বাসস্থান বলা হয়েছে। অপরদিকে নফসীর স্তরে আল্লাহ তায়ালার জাত পাকের নূর বিরাজ করে। আল্লাহকে পাওয়ার সাধনায় সাধককে ক্বালবের এই সূক্ষ্ম স্তরসমূহ একে একে অতিক্রম করে নফসীর মাকামে আল্লাহর সাথে মিলিত হতে হয়।