হোমপেজ বাণী ও উপদেশ দরিদ্রের প্রতি গৌতম বুদ্ধের ৫টি উপদেশ।

দরিদ্রের প্রতি গৌতম বুদ্ধের ৫টি উপদেশ।

465
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

দরিদ্রের প্রতি গৌতম বুদ্ধের ৫টি উপদেশ।

ধ‍্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন। এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলোঃ “আমি এতো দরিদ্র কেন?”

জবাবে গৌতম বুদ্ধ বললেনঃ “কারন তুমি দান কর না এবং করতেও জানো না।”

দরিদ্র ব্যক্তি বললোঃ “আমার তো দান করার মতো কিছুই নেই।”

অতঃপর গৌতম বুদ্ধ বললেনঃ “দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে, যা কারো কাছেই কম নেই (অর্থাৎ তা ধনী-গরীব সবার কাছেই সমপরিমাণ থাকে) আর তা হলো-

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে
  • ১. চেহারাঃ যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসেবে অন্যদের দিতে পারো।
  • ২. মুখঃ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো।
  • ৩. হৃদয়ঃ যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো।
  • ৪. চোখঃ যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো।
  • ৫. দেহঃ যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো। আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নও। মূলত হৃদয়ের দারিদ্রতাই প্রকৃত দারিদ্রতা, আর্থিক দারিদ্রতা মূল দারিদ্রতা নয়।