কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam’s Quotes (Part-1)

0

কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam’s Quotes (Part-1)

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 01
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-01

কাহারে তুমি করিছ ঘৃনা ভাই, কাহারে মারিছ লাথি। হয়তো তাহারি বুকে প্রভু, জাগিছেন দিবা-রাতি!!

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 02
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-02

আরতি থালা তসবিহ মালা, আসিবেনা কোন কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর সবকিছু বাজে।

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 03
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-03

কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 04
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-04

মসজিদ এই, মন্দির এই, গীর্জা এ হৃদয়, এইখানে ঈসা মূসা পেল সত্যের পরিচয়।

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 05
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-05

ভুতে- পাওয়ার মত ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বহু দুঃখ ভোগ করিতে হইবে! যে দশ লক্ষ মানুষ প্রতি বৎসর মরিতেছে শুধু এ বাংলায় তাহারা শুধু হিন্দু নয়। তাহারা শুধু মুসলমান নয়। তাহারা স্রষ্টার প্রিয় সৃষ্টি।

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 06
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-06

কোন ওলি, কোন দরবেশ যোগী, কোন পয়গম্বর দেয়নিকো গালি। কে রাখে তার খবর? যাহারা গুন্ডা, ভন্ড তাহারাই ধর্মের আবরণে স্বার্থের লোভে খ্যাপাইয়া তোলে অজ্ঞান জনগনে। জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি, আপনার পেট ভরায় তখন চায় এরা শয়তানী।

 

নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 07 e1607243098938
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-07

গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।

 

নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 09 1 e1607243291942
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-08

রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দুনিয়াতে সে আপনি মিশে হযরতকে ভালোবাসে।

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 10
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-09

পেটে এক আর মুখে আরেক, এই যে তোদের ভন্ডামী। এতেই তোরা লোক হাসালি বিশ্বে হলি কম দামী।

 

কাজী নজরুল ইসলামের বাণী Kazi Nazrul Islam 08
কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam-10

আল্লাহর নাম লইয়াছো শুধু, বোঝোনিকো আল্লাহরে। নিজে যে অন্ধ সে কি অন্যেরে আলোকে লইতে পারে?

Kazi Nazrul Islam’s Quotes (Part-1)
Kazi Nazrul Islam’s Quotes (Part-2)

কাজী নজরুল ইসলামের আরো বাণী

সূফী কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী-১ম খন্ড
সূফী কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী-২য় খন্ড
সূফি সাধক কাজী নজরুলের আধ্যাত্মিক কবিতা

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel

Comments

Please enter your comment!
Please enter your name here