কাজী নজরুল ইসলামের বাণী – Kazi Nazrul Islam’s Quotes (Part-2)

“মিথ্যে শুনিনি ভাই; এ হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই।”

“মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানিত আগে!”

“নাম মোহাম্মদ বোল রে মন, নাম আহমদ বোল। যে নাম নিয়ে চাঁদ-সেতারা আসমানে খায় দোল। পাতায় ফুলে যে নাম আঁকা ত্রিভুবনে যে নাম মাখা, যে নাম নিতে হাসিন ঊষার রাঙে রে কপোল। যে নাম সদা গায় জলধি, যে নাম বহে নিরবধি পবন হিল্লোল। যে নাম রাজে মরু-সাহারায়, যে নাম বাজে শ্রাবন-ধারায়, যে নাম চাহে কাবার মসজিদ – মা আমিনার কোল।”

“যে বলে মুসলিম, জিভ ধরে টানো তার। মানুষ নয়, সব বুনো জানোয়ার।”

“আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ, কুরসি, লৌহ, কলম না চাইতেই পেয়েছে সে।”

“হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী, ঈসা, কে জানে কাহার অন- ও আদি, কে পায় কাহার দিশা? কাহারে করিছ ঘৃনা তুমি ভাই, কাহারে মারিছ লাথি? হয়ত উহারই বুকে ভগবান জাগিছেন দিবা-রাতি।”

“হে আল্লাহ তোমার দয়া কত, তাই দেখাবে বলে, রোজ হাশরে দেখা দিবে বিচার করার ছলে। প্রেমিক বিনে কে বুঝে তোমার এই করাসাজি।”

“বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ্ ও হাদিস চষে।”

“যার নিজ ধর্মের প্রতি বিশ্বাস আছে, সে কখনও অপর ধর্মে গালি দিতে পারেনা।”

“কেবল মুসলিমের জন্য আসেনিকো ইসলাম, সত্য যে চায়, আল্লাহ যে মানে মুসলিম তার নাম।”
Kazi Nazrul Islam’s Quotes (Part-1)
Kazi Nazrul Islam’s Quotes (Part-2)
কাজী নজরুল ইসলামের আরো বাণী
সূফী কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী-১ম খন্ড
সূফী কাজী নজরুল ইসলামের উক্তি ও বাণী-২য় খন্ড
সূফি সাধক কাজী নজরুলের আধ্যাত্মিক কবিতা