হোমপেজ আমল ও ওজিফা পীরের প্রতি মুরিদের আদব সর্ম্পকে মোজাদ্দেদ আলফেছানী রা: এর উপদেশ

পীরের প্রতি মুরিদের আদব সর্ম্পকে মোজাদ্দেদ আলফেছানী রা: এর উপদেশ

2147

পীরের প্রতি মুরিদের আদব সর্ম্পকে মোজাদ্দেদ আলফেছানী রা: এর উপদেশঃ

ইমামে রাব্বনী হযরত মোজাদ্দেদে আলফেছানী রাদিয়াল্লাহু আনহু তদীয় ‘মকতুবাত শরীফে’ পীরের প্রতি মুরিদের কতিপয় আবশ্যকীয় আদব সর্ম্পকে লিখিয়াছেন। নিন্মে তাহা উল্লেখ করা হইলঃ

১) আপন মুর্শিদ ব্যতীত অন্য কারো প্রতি মনোযোগী হবে না। সাধ্যমত স্বীয় জান ও মালের দ্বারা মুর্শিদের খেদমত করবে।

২) মুর্শিদের সম্মুখে তারঁ অনুমতি ব্যতীত কোন প্রকার ইবাদত বা জিকর আযকার করবে না।

৩) মুর্শিদের সামনে বসে মুর্শিদের প্রতি নজর না করে, অন্য দিকে নজর বা মনযোগ দিবে না, বরং মুর্শিদের প্রতি শান্তভাবে মোতাওয়ায্যাহ হয়ে বসবে। মুর্শিদের সম্মুখে ফরজ, ওয়াজিব ও সুন্নাত ব্যতীত অন্য কোন আমল করবে না।

৪) কখনো এমন স্থানে দাঁড়ানো উচিৎ নয়, যেখানে পীরের ছায়া মুরীদের উপর বা মুরীদের ছায়া পীরের উপর পতিত হয়।

৫) কখন ও মুর্শিদের নামাজের বিছানায় পা রেখে দাড়াবে না।

৬) মুর্শিদের খাছ কোন ভান্ড বা আসবাবপত্রাদী ব্যবহার করবে না।

৭) লেবাছ-পোষাক, পানাহারাদীর ব্যাপারেও অন্যান্য বড় ছোট সকল কাজে মুরীদ আপন মুর্শিদের অনুসরণ করবে এবং ফিকহী মাছ’আলায় মুর্শিদের অবলম্বিত অনুসরণ করবে।

৮) মুর্শিদের সম্মুখে অনুমতি পাহানার করবে না।

৯) মুর্শিদের অযুর স্থান ব্যবহার করবে না।

১০) মুর্শিদের সামনে বা পেছনে বসে তাঁর দিকে থুথু নিক্ষেপ করবে না এবং তিনি যেখানে বসেন বা অবস্থান করেন ঐ স্থানের দিকে পা লম্বা করে বসবে না।

১১) মুর্শিদের কোন কাজ বাহ্যিক দৃষ্টিতে ভুল বলে মনে হলেও তাঁর কার্যকে সঠিক বলে মানতে হবে। কারণ তিনি তা বিশেষ কারণে আল্লাহর নির্দেশেই করে থাকেন।

১২) মুশিদের কোন বিষয়ের প্রতি কোন প্রকার আপত্তি করবে না। এতে খোদার অনুগ্রহ হতে বঞ্চিত হওয়া ছাড়াও মুরীদের প্রাপ্ত ফয়েজ বন্ধ হয়ে যায় এবং মুর্শিদের মনে যে আবরণ পতিত হয়, তাতে চিকিৎসা হীন বস্তুতে পরিণত হয়ে যায়।

১৩) ক্ষুদ্র ও বৃহৎ যাবতীয় বিষয়ে মুর্শিদের আদর্শের অনুকরণ করবে।

১৪) তিনি যেভাবে ইবাদত করেন বা করতে বলেন, সেভাবেই করবে।

১৫) তাঁর কার্যকলাপ দেখে শরীয়তের মাসায়েল শিখবে।

১৬) পীরের কার্যকলাপ বা গতিবিধির প্রতি ( যদি শরীয়ত বিরোধী না হয়) তাহলে কোন রুপ সন্দেহ বা সমালোচনা করবে না। যদিও তা অতি সামান্য হয়।

১৭) কখনো পীরের দোষ ত্রুটি অনুসন্ধান করবে না, যেহেতু সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঐ ব্যক্তি যে অলীগণের ত্রুটি অন্বেষণ করে।

১৮) পীরের প্রতি যদি কখনও কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়, তাহলে অতি সত্ত্বর তা তাঁর নিকট খোলে বলবে, তাহলে তিনি তাঁর সমাধান দিবেন এবং সন্দেহ দুর করে দিবেন।

১৯) পীরের অনুমতি ব্যতীত তাঁর নিকট হতে অন্যত্র যাবে না।

২০) প্রয়োজন ব্যতীত পীরের নিকট হতে বিদায় নিবে না।

২১) কথা বলার সময় পীরের আওয়াজের উপর মুরীদের আওয়াজ কে উচ্চ করবে না। কারণ এটা নিতান্তই বেয়াদবী।

২২) আপন মুর্শিদের নিকট কখনও কোন কারামত দেখার আগ্রহী হবে না। যেহেতু কোন মু’মিন কখনও খোদা প্রাপ্তি ব্যতীত কারামত প্রত্যশী হয়নি।

২৩) নিজের কারামত বা অলৌকিক শক্তি থাকলে ও আপন মুর্শিদের সামনে কখনো তা প্রকাশ করবে না।

২৪) মোরাকাবার মধ্যে কোন বিষয় অবগত হলে এবং ব্যাখ্যার প্রয়োজন বোধ করলে স্বীয় পীরের ব্যাখ্যা ব্যতীত অন্য কোন ব্যাখ্যা গ্রহণ করবে না।

২৫) মুর্শিদ কাশফ দ্বারা মুরীদের অবস্থা অবগত হচ্ছেন। এই আশায় বসে না থেকে বরং নিজের অবস্থা মুর্শিদ কে জানাবে।

২৬) মুরীদ নিজেকে সর্বাপেক্ষা নিকৃষ্ট ও হীন মনে করবে।

২৭) কোন ফয়েজ বা অনুগ্রহ লাভ হলে তা পীরের বিশেষ তাওয়াজ্জুহ মনে করবে। যদি অন্য কোন পীর স্বপ্নযোগে ফয়েজ দান করেন, তাহলে তা আপন মুর্শিদ হতেই মনে করবে। কারণ মুর্শিদ মুরীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ছুরতে ফয়েজ প্রদান করে থাকেন।

মোট কথা, মুর্শিদ ও মুরীদের মধ্যে উপরোক্ত আদব সমূহ ব্যতীত উরুজে রুহানী বা রুহানী উন্নতি সাধন হয় না। কোন বেয়াদব মুরীদ আল্লাহর অনুগ্রহ পায় না। পক্ষান্তরে, পীরের সুদৃষ্টির বদৌলতে যে কোন মুরীদ ‘ফানা’ অর্থাৎ আত্না বিলোপ সাধন এবং ‘বাকা’ বা আল্লাহর সান্নিধ্য চিরস্থায়ী জীবন লাভের সৌভাগ্যের অর্জনে সমর্থন লাভ করে।

→ নসিহত: মুজাদ্দেদ আলফেছানী (রাঃ) ও খাজা বাকীবিল্লাহ (রঃ) এর সব গুলো অধ্যায়

→ পীরের প্রতি মুরিদের আদব সর্ম্পকে মোজাদ্দেদ আলফেছানী রা: এর উপদেশ

পীর-মুর্শিদ প্রশঙ্গে আরো কিছু দলিল ভিত্তিক পোস্ট নিচে দেয়া হলো:

* পীর-মুর্শিদ ধরতে হবে এই প্রশঙ্গে কোরআনের অসংখ্য দলিল।
* মহিলাদের বায়াত হওয়ার দলিল
* খোদা প্রাপ্তির জন্য মুর্শিদ শর্ত
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* কোরআনে কি পীর ধরার কথা উল্লেখ আছে? দলিল সহ তুলে ধরা হলো।
* ফানার জন্য পীরের প্রয়ােজন : সংক্ষিপ্ত আলোচনা
* পীর ওলিগণ শাফায়াত করিতে পারিবেন কিনা? তাহার দলিল।
* রাবেতার যােগ্য পীরের পরিচয়ঃ
* ফানা ও বাকা সিদ্ধ ওলীই প্রকৃত কামেল পীরঃ
* কামেল পীর চেনার উপায়! দলিল ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা
* হুজুরী কালব বা কালবের একাগ্রতা অর্জনে মুর্শিদে কামেলের ভুমিকা