হোমপেজ আকিদা সংক্রান্ত শিয়া, সুন্নি, ওহাবী আমাদের পরিচয় না।

শিয়া, সুন্নি, ওহাবী আমাদের পরিচয় না।

শিয়া, সুন্নি, ওহাবী আমাদের পরিচয় না।

শিয়া, সুন্নি, ওহাবী, লা মাজহাবী ইত্যাদি হচ্ছে ফেরকা। ব্যক্তি স্বার্থের কারনে এই শাখা-প্রশাখা গুলো বানানো হয়েছে। একমাত্র আহলে বাইত (পাকপাঞ্জতন) তথা মুর্শিদে কামেলের পথই সঠিক ও মুক্তির পথ। (এটা আমার যুক্তি না, কোরান বলে)।

এখন বুঝে নিন আপনি কোন পথে আছেন। আত্মশুদ্ধির কথায় পরে আসেন, আগে নিজের পথকে চিহ্নিত করুন।

একজন মুর্শিদে কামেল অবশ্যই আধ্যাত্মিক বা আত্ম ও খোদাতত্ব জ্ঞানী হয়ে থাকে। মনে রাখা জরুরী বাবার গদিতে ছেলে বসলেই কামেল হয়ে যায়না। কামেল হইতে হইলে অবশ্যই যোগ্যতা ও সার্টিফিকেট লাগে, এই সার্টিফিকেট বাপে কিংবা দাদায় দেওয়ার ক্ষমতা রাখেনা।

শেখ ফরিদ উদ্দিন আত্তার (রহঃ) বলেন:-
“কামেল পীর ব্যতীত যে ব্যক্তি আধ্যাত্মিক পথ দর্শন করিতে চায় তাহার জিন্দেগী খতম হইয়া যাইবে, তবুও পথ অতিক্রম করা তো দূরের কথা মঞ্জিল এর সন্ধান ও পাইবে না”

অতএব সাধু সাবধান! যার-তার হাতে নিজেকে সপে দেওয়ার আগে যাচাই করে নেওয়া জরুরী। আর জেননিন ঐ পীর নিজ স্বার্থ রক্ষার্থে কোনো ফেরকাকে প্রমোট করেন কি না। (প্রয়োজনে অর্ধঃযুগ সময় লাগলেও যাচাই-বাছাই করে তারপরে তাকে গ্রহন করা উচিৎ)।

Author: Nishat Wahid