হোমপেজ বাণী ও উপদেশ শেখ সাদী (রহঃ) এর উক্তি ও বাণী সমূহ

শেখ সাদী (রহঃ) এর উক্তি ও বাণী সমূহ

2317

শেখ সাদী (রহঃ) এর উক্তি ও বাণী সমূহ

মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ ফার্সি কবি শেখ সাদী, যিনি সাদী শিরাজি নামেও পরিচিত। সামাজিক এবং নৈতিক চিন্তায় তার তুলনা পাওয়া এই সময়ে এসেও বিরল। ধ্রুপদী এই সাহিত্যিকের জন্ম সাল নিয়ে বিতর্ক থাকলেও ধারণা করা হয়ে তিনি ১২০০-১২১৯ সালের মধ্যে ইরানের শিরাজে জন্ম গ্রহণ করেছেন।

তিনি বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিজ্ঞান, ফারসি সাহিত্য, ইসলাম ধর্মতত্ত্ব, আইন, প্রশাসন, ইতিহাস ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন। সর্বস্তরের মানুষের সাথে তাঁর অবাধ যাতায়াত ছিল। কিন্তু মঙ্গোল আগ্রাসনের কারণে শেষে নির্জনে বসবাসে বাধ্য হন।

দ্য গার্ডিয়ান অনুসারে, তাঁর রচিত বুস্তান বইটি সর্বকালের সেরা ১০০ বইয়ের মাঝে স্থান পেয়েছে। মাস্টার অফ স্পিচ, দ্য মাস্টার ইত্যাদি বহু খেতাবেই তিনি পরিচিত। শেখ সাদির বিভিন্ন উক্তি ও উপদেশ বাণী সেই মধ্যযুগ থেকেই মানুষকে অনুপ্রাণিত করে আসছে। আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে শেখ সাদীর উক্তি ও উপদেশ বাণীসমূহ নিয়ে।

শেখ সাদীর উক্তি সমূহ
শেখ সাদী তাঁর উক্তি ও বাণীর মাধ্যমে এমন স্তরে পৌছেছেন, যেখানে মানুষ তাঁর সবটুকু উজার করে দিয়ে তাকে এবং তাঁর উক্তিকে গ্রহণ করেছেন। সময়ের পালাবদলে তাঁর উক্তি ও বাণীগুলোতে নূন্যতম মরিচা পড়েনি। আজও তা কালের সাক্ষী হয়ে মানুষকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। শেখ সাদীর উক্তি সমূহ নিম্নরূপ –

“বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।”

“মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।”

“অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।”

“আগন্তুকের কোনো বন্ধু নেই, আরেকজন আগন্তুক ছাড়া”।

“মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।”

“প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।”

“যে মিথ্যায় মঙ্গল নিহিত তাহা অসৎ উদ্দেশ্যে প্রণোদিত সত্য অপেক্ষা শ্রেষ্ঠতর”

“হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।”

“যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!”

“আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।”

“অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।”

“তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো”।

“বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী।”

“বানরকে স্নেহ করিলে মাথায় উঠে।”

“বিড়ালকে স্নেহ করিলে কোলে উঠে।”

“মিথ্যাবাদীর স্বরণশক্তি অধিক|”

“একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।”

“বিদ্যা এমন সম্পদ যা বিতরণে বাড়ে।”

“এক জনের জুতো নেই। এই নিয়ে তার আক্ষেপ। তার আক্ষেপ ঘুচল। কেননা সে দেখল এক জনের পা-ই নেই।”

“লৌহদন্ড প্রস্তরগাত্রে যেমন বিদ্ধ হয় না, তেমনি কৃষ্ণ অন্তরেও সদুপদেশ ক্রিয়া করে না”।

“অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা”।

“ভদ্র লোক সেই, যে সত্যের উপাসক”।

শেখ সাদীর উপদেশ বাণী
শেখ সাদী, তাঁর জীবনদশায় অত্যন্ত গুণী বক্তা ছিলেন। তিনি মানুষের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতেন। বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে উপদেশের মাধ্যমে অনুপ্রাণিত করতেন। যা আজোও মানুষের মনে সমানভাবেই স্থান দখন করে আছে। শেখ সাদীর উপদেশ বাণী সমূহ নিম্নরুপ –

“যে ব্যক্তি কাউকে গোপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশোভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল।”

“কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|”

“তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।”

“ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও।”

“দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।”

“তুমি যদি উচচ সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতো দেখতে অভ্যাস করো। তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে।”

“এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।”

“সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও।”

“স্ত্রী লোককে বেশী বিশ্বাস করিও না।”

“প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও।”

“নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতেও উত্তম।”

“দুই শত্রুর মধ্যে এমন ভাবে
কথাবার্তা বল, তারা
পরস্পরে মিলে গেলেও যেন
তোমাকে লজ্জিত হতে না হয়।”

“না শিখিয়া ওস্তাদি করিও না”।

“তুমি বদ, লোকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লোকে বলে বদ, ইহা ভালো”।

“পথের সম্বল অন্যের হাতে রাখিও না”।

“পরিক্ষা ভিন্ন কিছু বিশ্বাস করিও না।”

মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের শেখ সাদী নিজেকে চিনিয়েছেন আপন আলোয়। তাঁর আলোকিত মহিমায় আজও আমরা আলোকিত হচ্ছি এবং হতে থাকবো। শেখ সাদির উক্তি ও উপদেশ বাণীগুলোকে মনে ধারণ করতে পারলে আমাদের জীবন চলার পথ সুগম হবে। মরমী এই কবি বেঁচে থাকবেন তাঁর আলোয়।

উক্ত আর্টিকেলের উক্তি ও উপদেশ বাণীসমূহ তাঁর রচিত বই, বিভিন্ন বাংলা ব্লগ এবং ফেইসবুক থেকে সংগ্রহ করা হয়েছে।