শ্রীকৃষ্ণের বাণী সমাহার
“জ্ঞানীর নিকট সত্য ই পরম ধর্ম।”
“হৃদয়বানের কোন ক্রোধ নেই।”
“মিথ্যাবাদী ব্যাক্তি সর্পের চেয়েও ভয়ঙ্কর।”
“দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মত
পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা, দয়া,
ক্ষমাও মানবতার মত বড় গুন আর নেই।”
“যখন সংসারে দেখার মত কিছুই থাকে না,
তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে।”
“জদি কোন ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়
তবে তার পরাজয়ই হয়।
আর জে মানুষ সব হারিয়েও শান্ত
আর একাগ্র থাকে সেই জয়ী।”
“যে কেবল নিজের পীরাকে
আপন করে জীবন কাটায়,
সে শক্তিহীন হয়ে পরে।
কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের পীরাকে
আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায়,
সে শক্তিশালী হয়ে ওঠে।”
“অতি গর্জনকারী মেঘ খুব কদাচিৎই
বর্ষে, প্রকৃত বীর অকারনে বাক্যব্যায়
করেনা।”
“সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না,
যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়।
তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি,
তবে তুমি সুখ অবশ্যই পাবে।”
“সত্যই এ জগতের নিয়ন্ত্রক, সত্যেই ধর্ম
প্রোথিত হয়ে আছে।”
“শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই
নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের
ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে
পতিত হয়।”
“দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর
বীর ভাগ্যকে অর্জন করে।”
শ্রীকৃষ্ণের আরো কিছু বাণী
“বাস্তবে না পরিচয় মানুষের
দেহের সাথে যুক্ত থাকে, না তো
সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে।
মানুষের স্বভাব, তার আচরণ
আর তার কার্যই তার পরিচয়।”
“দান তাকেই বলে জাতে দানী হারায়
আর যাচক প্রাপ্তি লাভ করে।
কিন্তু বলিদান সেটাই হয় যা দানী দেয়
আর সমস্ত জগৎ প্রাপ্ত করে।”
“সমুদ্র হোক বা সংসার যে ধর্মের
নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।”
“সময় কখনও মানুষের নির্দেশিত পথে চলে না,
মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়।”
“দেশে দেশে বন্ধু,
আত্মীয়স্বজন বা স্ত্রী মেলে
কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই
যেখানে ভ্রাতা লক্ষন
এর মত সহোদর মেলা সম্ভব।”
“গোদান করে দড়ির উপর মায়া রেখে কি
লাভ?যখন মোহ ত্যাগ করবে, তখন
নিঃস্বার্থভাবে ত্যাগ করবে।”
“মাতৃঋণ কোন সন্তানই কখনো শোধ করতে
পারেনা।”
“শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু
নেই, শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে
দেয়, তাই শোক করোনা।”
“ব্যাবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয়।”
“চন্দ্র তাঁর সৌন্দর্য হারাতে পারে, হিমবন
বরফশুন্য হয়ে পড়তে পারে, সমুদ্র বিরান হয়ে
যেতে পারে কিন্তু রাম কখনো তার
প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয়না।”
“উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই
নেই, উৎসাহী ব্যাক্তি জগত ও জয় করতে
পারে।”
“তপস্যাই পরম শ্রেয়, বাকী সকলই মায়া।”
“যদিও লঙ্কা ধন সম্পদে পরিপূর্ণ তথাপি
হে লক্ষন, এখানে আমার শান্তি লাভ
হচ্ছেনা, সব সময় মনে রাখবে, জননী ও
জন্মভুমি স্বর্গ অপেক্ষাও শ্রেষ্ঠ।”