তাসাউফের ৮টি বৈশিষ্ট্য: জুনায়েদ বোগদাদী (রহঃ)
হজরত জুনায়েদ বোগদাদী (রহঃ) বলেন, আট প্রকার বৈশিষ্ট্য নিয়ে তাসাউফ গঠিতঃ
- ১. সাখাওয়াত বা দানশীলতা: হজরত ইব্রাহিম (আ:)
- ২. রোজা: হজরত ইসমাইল (আ:)
- ৩. সবর: হজরত আইয়ুব (আ:)
- ৪. ইশারাত বা ইঙ্গিত: হজরত জাকারিয়া (আ:)
- ৫. গুরবত বা অপিরিচিত হওয়া: হজরত ইয়াহিয়া (আ:)
- ৬. পশমের পোশাক পরিধান করা: হজরত মুসা (আ:)
- ৭. সিয়্যাহত বা ভ্রমণ: হজরত ইসা (আ:)
- ৮. ফকিরি: রাসুল (সঃ)
সূত্রঃ- ‘কাশফুল মাহজুব’
সেই সমস্ত আলেম থেকে দূরে থাকা উচিত যাদের মধ্যে কিতাবী জ্ঞান তো ভরপুর আছে কিন্তু তাঁরা তাসাউফ চর্চার ব্যাপারে উদাসীন। ইলম-এ-তাসাউফ চর্চার নিগুঢ় মাস রমজান মাস। এই মাস আগুনে পুড়ে পরিশুদ্ধ হওয়ার মাস, হে খোদা! তুমি আমাদের সেই তৌফিক দান করো।
আমিন।