হোমপেজ বাণী ও উপদেশ খাজা নিজাম উদ্দিন আউলিয়ার বাণী।

খাজা নিজাম উদ্দিন আউলিয়ার বাণী।

2460

খাজা নিজাম উদ্দিন আউলিয়ার বাণী।

(১) আল্লাহকে পাওয়া খুবই কঠিন, অথচ আবার একেবারেই সােজা।

(২) কেউ যদি আমার রওজা জিয়ারত করতে আসে, তাহলে সে যেন আমির খসরুর রওজা আগে জিয়ারত করে পরে আমার রওজা জিয়ারত করে।

(৩) স্বার্থপর ও অহংকারী কখনো আধ্যাত্মিক উৎকর্ষতা লাভ করতে পারে না।

(৪) অনিষ্টের মূল কারণ সমূহ হচ্ছে রিপুর তাড়না অর্থাৎ; কাম, ক্রোধ, মোহ, লোভ ও মাৎসর্য্য।

(৫) এই বিশ্ব জগতে যতগুলো ধ্বংসকারী উপাদান আছে তার মধ্যে অহংকার সবচেয়ে বেশি ক্ষতিকর।

(৬) একজন ছুফি সাধকের কাছে সময় অত্যন্ত মূল্যবান। যদি কেউ অযথা সময় নষ্ট করে, তবে তা হবে অত্যন্ত শোকের প্রতিটি নিঃশ্বাসের মূহুর্ত খুবই মূল্যবান যদি সে মূহুর্তটা খোদার ধ্যানে ব্যয় করা হয়। খোদার ধ্যানে যে সময়টা ব্যয় করা হবে; সে সময়টাই হবে আসল বা প্রকৃত জীবন।

(৭) মানব দেহে ৬টি ইন্দ্রিয় খুবই কার্যকরী ভূমিকা পালন করে। ইন্দ্রিয় গুলো হলো:- (১) চোখের দৃষ্টি শক্তি (২) কানে শ্রবণ শক্তি (৩) নাকের ঘ্রাণ শক্তি (৪) জিহবার আস্বাদন শক্তি (৫) ত্বকের স্পর্শ শক্তি (৬) দেহের জৈবিক তাড়না শক্তি।