রাসূলে পাক সাঃ বলেনঃ
“যে ব্যাক্তি আনুগত্য থেকে তার হাতেক খুলে ফেলল, কিয়ামতের দিন যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন ভাবে যে তার বলার কিছু থাকবে না। আর যে ব্যাক্তি বাইয়াতের বন্ধন ছাড়াই মারা গেল সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল।” -(মুসলিম শরীফ, হাদিস নং-৩৪৪১)
“যে ব্যাক্তি জামানার (শরীয়ত ও তরীকতের) ইমাম না চিনে মারা গেল সে যেন জাহেলী যুগে মৃত্যু বরন করল। অতএব, বাইয়াত না হয়ে মারা যাওয়ার মানে বে ওয়ারিশ মরাদেহ। হাশরের দিন না নবী তার পাশে থাকবে, না কোন ওলি।” -(নিরবাস শরহে আকায়েদ নসফীর -পৃঃ ৩১৫)