হোমপেজ বাণী ও উপদেশ মাওলানা রুমির বাণী (দেওয়ানে শামসে তাবরিজি)

মাওলানা রুমির বাণী (দেওয়ানে শামসে তাবরিজি)

546

মাওলানা রুমির বাণী (দেওয়ানে শামসে তাবরিজি)

১.
“ভালোবাসার মুখশ্রীর দিকে চাও, যাতে তুমি সত্যি একজন মানুষ হতে পার।”

২.
“নিরাবেগদের সঙ্গে বসো না; কারণ তাদের শীতল নিশ্বাসে তুমি জমে যাবে।”

৩.
“ভালোবাসার মুখচ্ছবি থেকে সৌন্দর্য ছাড়া অন্য কিছু খোঁজ করো; এমন সময় যখন তুমি একজন সহানুভূতিশীল সাথীর সাথে মিলিত হবে।”

৪.
“যেহেতু তুমি প্রকৃতই মাটির ঢেলা, তুমি ঊর্ধ্বে উত্থিত হবে না; তুমি তখনই বাতাসে উঠতে পারবে, যখন তুমি ভেঙ্গে ধূলিকণা হবে।”

৫.
“তুমি যদি নিজে না ভাঙ, যিনি তোমাকে গড়েছেন তিনিই তোমাকে ভাঙ্গবেন মৃত্যু যখন তোমাকে ভাঙে তখন তুমি কীভাবে আরেকটি বস্তুতে পরিণত হবে?”

 

মাওলানা রুমির বাণী (দেওয়ানে শামসে তাবরিজি)

৬.
“পাতা যখন হলুদ হয়ে যায়, তাজা শিকড় তাকে সবুজ করে; তুমি ভালোবাসার জন্য অভিযোগ করছ যাঁর মাধ্যমে তুমি বিবর্ণ হয়েছ।”

৭.
“হে বন্ধু, আমাদের মজলিসে তুমি যদি পূর্ণাঙ্গতা পাও,
সিংহাসনই হবে তোমার আসন, সকল বস্তুতে তুমি তোমার বাসনা লাভ করবে।”

৮.
“তুমি যদি আরও বহু বছর এ-বিশ্বে অবস্থান করো,
তুমি স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে, তুমি পাশার ঘুঁটির মতো হবে।”

৯.
“যদি শামসে তাবরিজ তোমাকে তাঁর পাশে টেনে নেয়, যখন তুমি বন্দিদশা থেকে পলায়ন করবে তুমি সেই বৃত্তে প্রত্যাবর্তন করবে।”

সূত্রঃ- (মাওলানা জালালুদ্দিন রুমী, ‘দেওয়ানে শামসে তাবরিজ’)