স্বামী বিবেকানন্দ এর অমর বাণী (পর্ব-২)

স্বামী বিবেকানন্দের বাণী: পর্ব-২

“নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ।”

“সত্যকে হাজার আলাদা আলাদা উপায়ে বলা যেতে পারে,
তারপরেও সব কিছু সত্যই থাকে।”

“একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে
ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান।”

“মহাবিশ্বের সমস্ত শক্তি প্রথম থেকেই আমাদের।
তারা হল আমরাই যারা নিজের চোখের উপর প্রথমে হাত রাখি
এবং তারপর কান্নাকাটি করি, কত অন্ধকার আছে বলে।”

“যেমন ভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন
স্রোতগুলি তাদের জল সমুদ্রে মিলিত করে,
তেমন প্রকারই মানুষ দ্বারা নির্বাচিত
প্রত্যেক পথ সেটা ভালোই হোক বা খারাপ,
ভগবানের কাছে নিয়ে যায়।”

“কারোর নিন্দা করবেন না:
যদি আপনি সাহায্যের জন্য
আপনার হাত বাড়িয়ে দিতে পারেন,
তাহলে নিশ্চই তা বাড়ান।
আর যদি না বাড়াতে পারেন,
তাহলে আপনার হাত জোর করুন
আর আপনার ভাইদের আশীর্বাদ করুন
এবং তাদেরকে তাদের পথে যেতে দিন।”

“বিশ্ব একটি ব্যায়ামাগার যেখানে
আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি।”

“যত বেশি আমরা বাইরে গিয়ে অন্যদের ভালো করবো,
আমাদের হৃদয় ততই বিশুদ্ধ হবে
এবং ভগবান সেখানে বাস করবেন।”

“বাহ্যিক স্বভাব কেবল অভ্যন্তরীণ
স্বভাবের একটি বড় রূপ হয়।”

“যখন কোনো বিচার অন্যভাবে
মনকে নিয়ন্ত্রণ করে ফেলে,
তখন সেটা বাস্তবিক, শারীরিক
বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়।”

“গীতা পড়ার পরিবর্তে আপনি ফুটবলের মাধ্যমে
স্বর্গের আরো কাছাকাছি চলে যেতে পারবেন।”

“যদি কোনদিন, আপনার সামান্য কোনো সমস্যা না আসে,
আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাটছেন।”

“সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাবের প্রতি সত্য থাকা,
নিজের প্রতি বিশ্বাস করুন।”

“আর কিছুরই দরকার নেই।
দরকার শুধু প্রেম, ভালোবাসা ও সহিষ্ণুতা।
জীবনের অর্থ বিস্তার আর বিস্তার ও প্রেম একই কথা।
সুতরাং প্রেমই জীবন, এটাই জীবনের একমাত্র গতি।”

“কী সামাজিক, কী রাজনৈতিক,
কী আধ্যাত্মিক সব ক্ষেত্রেই যথার্ত কল্যাণের ভিক্তি একটিই আছে।
সেটি এইটুকু জানা যে, আমি আর আমার ভাই এক।
এই কথাটি সব দেশ ও সব জাতির পক্ষে সমান ভাবে সত্য।”

“চোখ আমাদের পিছনের দিকে নয় সামনের দিকে,
অতএব সামনের দিকে অগ্রসর হও।
আর যেই ধর্মকে নিজের ধর্ম বলে গৌরববোধ করো,
তার উপদেশ গুলিকে কাজে পরিণত করো।
ঈশ্বর তোমাদের সাহায্য করুন।”

“প্রত্যেক নারী-পুরুষকে ইশ্বরের দৃষ্টিতে দেখতে থাকো।
তোমরা কাউকেই সাহায্য করতে পারোনা,
কেবল সেবা করতে পারো।
নিজেদের খুব বড় কিছু ভেবনা;
তোমরা ধন্য যে সেবা করার
অধিকার পেয়েছ, অন্যরা পায়নি।”

“দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি।
নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে তাদেরই পূজা করবো,
ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন।”

“তোমাদের সবার ভিতর মহাশক্তি আছে,
নাস্তিকের ভিতর তা নেই।
যারা আস্তিক তারা বীর,
তাদের মহাশক্তির বিকাশ হবেই।”

“শুধু সংখ্যাধিক্য দ্বারাই কোনো মহৎ কাজ সম্পন্ন হয়না।
অর্থ, ক্ষমতা, পান্ডিত্য কিংবা বক্তৃতা
এইগুলির কোনটিরই বিশেষ কোনো মূল্য নেই।”

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel