হোমপেজ বাণী ও উপদেশ স্রষ্টার নৈকট্যে পৌঁছতে মানুষের ভিতরকে একা করতে হয়

স্রষ্টার নৈকট্যে পৌঁছতে মানুষের ভিতরকে একা করতে হয়

187
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

স্রষ্টার নৈকট্যে পৌঁছতে মানুষের ভিতরকে একা করতে হয়

আল্লাহ পাক কুরআনে বলছেন,

“তোমাদের পালনকর্তা
বলেন, তোমরা একা হয়ে আমাকে ডাক, আমি সাড়া দেব। যারা আমার এবাদতে অহংকার করে তারা সত্বরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে”।[সুরা ৪০ মু’মিন: আয়াত ৬০]।

“অতএব,
তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।[সুরা ২ বাকারা:আয়াত ১৫২]।

“আর
যারা আল্লাহ ও তাঁর রসূলের সব কিছুতে বিশ্বাস স্থাপন করে তারা তাদের পালনকর্তার কাছে
সিদ্দীক ও শহীদ বলে বিবেচিত। তাদের জন্যে রয়েছে পুরস্কার ও নুর”। [সুরা হাদীদ ৫৭: আয়াত ১৯]।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

“অবশ্যই আল্লাহর
জিকির বা স্মরণ হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর”। [সুরা আনকাবুত ২৯: আয়াত ৪৫]।

“কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে সরাসরি দেখা দিয়ে কথা বলবেন। কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান, সে
তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়”। [সুরা ৪২ শূরা: আয়াত ৫১]।

“আমার
ইবাদাত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি
করেছি” [সূরা ৫১ আয যারিয়াত : আয়াত ৫৬]।

“যারা আমি আল্লাহর পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে
পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন”। [সুরা ২৯ আনকাবুত: আয়াত ৬৯]।

“হে মানুষ,
তোমাকে তোমরা পালনকর্তা আল্লাহ পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে”। [সুরা ৮৪ ইনশিকাক: আয়াত ৬]।

“নিশ্চয়ই
যারা তোমার পরওয়ারদিগার আল্লাহর সান্নিধ্যে রয়েছেন, তারা তাঁর বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন তাঁর পবিত্র সত্তাকে; আর তাঁকেই সেজদা করেন”। [সুরা ৭ আরাফ: আয়াত ২০৬]।