কামেল পীর বা মুর্শিদ কোথায় পাবো?
প্রশ্ন:- কামেল পীর বা মুর্শিদ কোথায় পাবো?
উত্তর:- সম্মানিত পাঠক বন্ধু, আপনি যদি একজন কামেল পীর ও মুর্শিদ এর সন্ধান পেতে চান? তবে সর্বপ্রথম আপনি পীর শব্দের আগে বসানো কামেল শব্দটি ঝেড়ে ফেলুন। কারণ পীর পীরই হয়ে থাকেন বা মুর্শিদ মুর্শিদই হয়ে থাকেন। আপনি হাজার চেষ্টা করলেও কামেল পীর বা মুর্শিদ খুঁজে বের করতে পারবেন না। ইহার মূল কারণ হলো আমরা বেশির ভাগ ক্ষেত্রেই পীরদের পরীক্ষা নিয়ে থাকি। যাহা পুরোপুরিভাবে অসম্মানের পর্যায়ে। কারণ একজন অজ্ঞানী ব্যাক্তি কখনোই একজন জ্ঞানী ব্যাক্তির পরীক্ষা নিতে পারেন না। তা আপনারা সকলেই জানেন। (তবে হ্যাঁ অনেকেই পীর সাজে সজ্জিত হয়ে বসে আছেন, তাদেরকে তো আর পীর বলা যায় না।)
তাই, যখনই আপনি কামেল শব্দটি ঝেড়ে ফেলে দিতে পারবেন, তখনই আপনার কাছে শুধু পীর শব্দটিই অবশিষ্ট থাকবে। আর এই শব্দের ব্যাক্তিবর্গ আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন।
(তাই তো বিখ্যাত শ্রদ্ধেয় লালন ফকির সাইজি বলিয়া গেছেন- মুর্শিদ আছেন দেশে দেশে, এই জগতে কতো বেশে।)
অতঃপর আপনি সেই সকল পীর, ফকির, মুর্শিদদের দরবার ঘুরুন, মেলামেশা করুন, অনুসন্ধানে থাকুন। দেখবেন মহান প্রতিপালক, আল্লাহ পাকের অশেষ দয়ায় আপনার সামনে আলোর পথের নিশানা হইয়া খাঁড়া হইবেন তিনি। ইহাতে কোনো সন্দেহ নাই। তবে তাদের চেনা বড় কষ্টসাধ্য ব্যাপার। অনেকেই ভুলবশত ভুল জায়গায় উপস্থাপন হয়ে যায়। তাই তাদের উদ্দেশ্যে বলি, প্রিয় শ্রদ্ধেয় ভাই ও বোন একটু সময় নিন। একটু জানা বোঝার বিষয় আছে! আপনি যদি কোনো দরবারে মুরিদ হবেন ভাবছেন? তবে কিছু দিন আসা যাওয়ার মধ্যে থাকেন। কোনো ছওয়াল করার দরকার নেই। কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই (নামাজ পড়ে কি পড়ে না? রোজা রাখে কি রাখে না? দাড়ি রাখে কি রাখে না? ভক্ত কতজন? টাকা দিতে হবে কিনা? ইত্যাদি বিষয়বস্তু পুরোপুরিভাবে এড়িয়ে যান।) বরংচ এইটা দেখুন তিনি কতটা মানবিক, তাঁর হৃদয় কতটা উদার প্রকৃতির, তাঁর উপদেশ কি শিক্ষা দেয়? এগুলো লক্ষ্য করুন। অবশ্যই উক্ত ব্যাক্তি যদি একজন কামেল পীর হয়ে থাকেন, তবে তিনি বিনা শব্দে আপনার অন্তরের সকল প্রশ্নের জবাব দিয়ে দিবেন, আপনার সকল সন্দেহ নিশ্চিহ্ন করে দিবেন। শুধু একটু ধৈর্য্য রাখুন এবং সর্বদা সুন্দর আচরণ করুন।
সর্বশেষে এটাই বলি:-
ধরার মতো ধরুন,
মরার মতো মরুন,
মুক্তি মিলবে সত্য।
শূন্য রাতিন পারে নি মরতে,
হুজুর লুৎফর শাহ’র চরণ ধরতে,
জনম যাইবে ঘুরতে ঘুরতে।
(বিঃদ্রঃ আমার সকল ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং অসংখ্যা ধন্যবাদ সুফিবাদ ২৪ ডট কম এর সাথে থাকার জন্য।)
– রাতিন আহমেদ।
আরো পড়ুন:
- পীর শব্দের অর্থ
- কামেলপীর মুরীদের জন্য খোদাপ্রাপ্তির পথপ্রদর্শক।
- হক্কানী পীর চেনার উপায়
- বায়াত হওয়া বা পীর ধরা বাধ্যতামূলকঃ
- যার পীর নাই, তার পীর শয়তান।
- পীরের প্রয়োজনীয়তা নিয়ে জালালউদ্দিন রুমির বাণী
- সকল ওলিরাও বায়াত হয়েছেন এবং প্রত্যেকেরই পীর-মুরশিদ ছিলেনঃ
- পীরের প্রতি মুরীদের আদব।
- পীরকে বাবা ডাকার দলিল।