হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) রাঙ্গা চরণ (দয়াল গীতি)

রাঙ্গা চরণ (দয়াল গীতি)

166

রাঙ্গা চরণ (দয়াল গীতি)

দ্বীন বন্ধু প্রাননাথ দ্বীন দয়া ময়,
তোমার ও চরণ মোর ভাগ্যে যেন হয়,
দয়াল তোমার পরশ বিহনে
ধরায় আছিগো ভিষণ ঘোলে।

এই কাননে এক বৃক্ষ ছিল
ওই বৃক্ষ অযতনে ফল না দিল-
না হয় ফুল, কি করে হবে ফল
ভেদ না যেনে জল ঢালিলে৷

এই দেহের মাঝে আসা যাওয়া
তারে যতন বিনে যায় কি পাওয়া,
আলেক সাঁই বিরাজে দেহ ঘর
ধরো তারে সাধন কৌশলে ৷

ভাবিয়া সেলিমের দিন যায় বেসামাল
সেন্টু শাহ্ বিহনে সবই গোলেমাল,
এই মিনতি দয়ালের তরে
রাখিও তোমার চরন তলে৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)