বুঝলামনা তোমার ছলচাতুরি (আধ্যাত্মিক কালাম)
বুঝলামনা তোমার ছলচাতুরি
– সেখ আমির উদ্দিন
তুমি মাল দিয়ে মালিক বানাও
কাওকে দিয়ে করাও চুরি
তোমায় বলিহারি
বুঝলামনা তোমার ছলচাতুরি।।
যাকে ইচ্ছা দাও তাকে
যা ইচ্ছা তা নাও তার থেকে
কোথায় রেখেছো হিসেব লিখে
আছে কি এর দরকারি?
তোমার ইচ্ছাই চালাও তুমি
দোষ করলে সাজা পাই আমি
সত্য বললে হয় পাগলামি
মিথ্যা বললে হয় কুফরী।।
খাকের এক পুতুল বানিয়ে
এই রঙ্গমঞ্চ সাজিয়ে
লীলা খেলছো আমায় নিয়ে
তাই তো আমায় না চিনতে পারি।
আমির উদ্দিন বলে রে মন
করেছি সব তোমায় অর্পণ
চাহিনা আর কিছু ধন
মুর্শিদ মোর পারের কান্ডারী।।