নয়নে নয়নে রাখিব রে গাজী (আধ্যাত্মিক কালাম)
নয়নে নয়নে রাখিব রে গাজী,
বাবা তোরে পাইলে নয়নে-
নয়নে রাখিব বাবা জানের
পায়ের চোখে দিব সুরমা
বলি- হৃদয় রাখিব বসাইরে
গাজী বাবা তোরে পাইলে-
নয়নে নয়নে রাখিব-
ফুল পালন সাজাইয়া
মনের কোনে বসাইয়া
আতর গোলাপ চন্দন দিবরে
গাজী বাবা তোরে পাইলে-
নয়নে নয়নে রাখিব
মমতাজ কিসে শিতল হব
তোমার চরনে কপাল ঘসিব
অন্য কাউরে চাইতে দিব নারে
গাজী বাবা তোরে পাইলে
নয়নে নয়নে রাখিব-
_মমতাজ উদ্দিন ভান্ডারী