একাত্ব ভূমি (আধ্যাত্মিক কবিতা)
কবিতা:- একাত্ব ভূমি
লেখিকা:- রীতা দাস গিরি (সৃষ্টির সৃষ্টি)
“তোর প্রেমেতে যাই মরে
পিরিত তুই আয়না সরে
ভালোবাসার ছোট্ট নীড়ে
প্ৰেম করি পীরকে ধরে”
“লীনে লীনে লীন আমি তোরে
তোরে শুধু চুমি আমি কি তবে
পাগলিনী তুই আমি একাত্ব ভূমি”
“আল্লাহর প্রেমে দেরে খুলে
প্রাণ মন এ দুনিয়া ঠেলে”
“গোপন থাক অন্তর মিলন-
চোখের জলে স্বাক্ষাৎ সনম”