হোমপেজ আধ্যাত্মিক কবিতা তুমি না করিলে ক্ষমা (ইসলামিক কবিতা)

তুমি না করিলে ক্ষমা (ইসলামিক কবিতা)

529

তুমি না করিলে ক্ষমা (ইসলামিক কবিতা)

কবিতা: তুমি না করিলে ক্ষমা (ইসলামিক কবিতা)
লেখা: মোহাম্মদ হানিফ

তুমি না করিলে ক্ষমা কে করিবে বলো,
আমায় একা রেখে বনবাসে গেলি চলে-
ফিরে তো আর আইলি না।।

তুমি না করিলে ক্ষমা কে করিবে বলো না।
না বুঝিয়া করেছি পাপ মাফ করে দাও,
ডাকি তোমায় বারে বার।
সাল্লি আলা মোহাম্মদ-
রউফ রহিম নাম তোমার করেছ ঘোষণা-
সে নামের উসিলায় আমায় ক্ষমা করে দাও।
অদম হানিফ বলেন-
তুমি ছাড়া নাই চাহারা উম্মতের কান্ডারী
আমার মদিনা ওয়ালা।।