খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর শানে (আধ্যাত্মিক কবিতা)।

খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) এর শানে (আধ্যাত্মিক কবিতা)।

-কবি মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

ভারতীয় ঐ উপমহাদেশের সুফি সাধক
খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী,
পারস্যের শকস্থানের চিশতীতে তাঁর জন্ম
সৈই শৈশবে ছিলেন তিনি একা অনাথ ব্রতী।

উসমান হারুনী সুদক্ষ তাঁহার দীক্ষাগুরু
জ্ঞানার্জনে করেন তিনি অদূরে বুখারা যাত্রা,
আবদুল কাদির জিলানী ( রা.)-এর সাহচার্য
চিশতীয়া সিলসিলায় যে বাড়ে জয়ের মাত্রা।

আনিসুল আরওয়াহ বিখ্যাত পড়েন গ্ৰন্থ
বিশাল মর্যাদা খেতাবটি সুলতানুল হিন্দ,
ধর্মপ্রচারে ভারতের আজমিরেতে বসতি
সম্পর্কের বন্ধনে সম্প্রীতি সংহতিতে আনন্দ।

কুতুবউদ্দিন বখতিয়ার তিনি কাকী শিয্য
জ্ঞানেগুণে সম্মানে আধ্যাত্মিক ধারায় উম্মাহ,
পুত্র তাঁহার প্রিয় খাজা ফখরুদ্দিন চিশতী
রয়েছেন তাঁর আজমির শরীফে মাজার।

-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
-প্রপৌত্র, পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel