শায়েখে তরিকত আবদুল কাদির জিলানী (আধ্যাত্মিক কবিতা)
শায়েখে তরিকত আবদুল কাদির জিলানী
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
বিশ্ব বিখ্যাত ইসলামী সুফি ব্যক্তিত্ব
হজরত আবদুল কাদির জিলানী (র:),
ইরাকের বাগদাদ জিলানীর জন্ম
সম্মানিত হন বড়োপীর খানদানী।
তিনি আবু সালিহ ফাতেমার সন্তান
স্থানীয় মকতবে করেন পড়াশোনা,
ইমাম হাম্বলীর মতাদর্শে বিশ্বাসী
উপাধি সুলতান আউলিয়া অধুনা।
ইসলাম ধর্মের প্রচারে অঙ্গীকার
সৃষ্টি করেন ফতহুল গায়েব গ্ৰন্থ,
কাদেরিয়া সিলসিলার প্রতিষ্ঠাতাই
ইমাম হাসানে বংশধারা আত্মস্থ।
সহধর্মী মদিনা সাদিয়া মাহবুবা
ইসলামী ফেকাহে করেন সঞ্চালন,
পুত্র তাঁর সফিউদ্দিন শরিফুদ্দিন
গেয়ারভী শরীফেতে হয় যে মিলন।