বনু হাশিমের চাঁদ (ইসলামিক কবিতা)
বনু হাশিমের চাঁদ
_অয়ন সাঈন
লাব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন
লাব্বাইক ইয়া হুসাইন
আজও কাঁদে শুনি আসগর
পানি চায় শকিনা
হেঁকেছে বনু হাশিমের চাঁদ
তাঁর ঘোড়ার খুরের ধুলো উড়ছে
কারবালা ময়দান, বিদ্যুৎ চমকায়-
দিকে দিকে হায়দারী তরবার!
থর! থর! এক সেনাতেই ভেড়ী সিমারের লস্কর
তখত তাজ কেঁপে ওঠে ইয়াজিদের সুদূর শাম তক্
অথচ নিতে হবে তির মুখে-মেশক নূরের ছাতিতে
দিতে হবে বাহু, লহুর ফোয়ারা
পবিত্র সেই কোল মোবারকে রেখে শির
শেষ শ্বাস-বিন্দু খুন উৎসর্গ পাক কদমে আপনার
মালিক, ইয়া মাওলায়ে কোনেন ইবনে রাসূল
লাব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন
লাব্বাইক ইয়া হুসাইন।