হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) কারবালার শান (কবিতা)

কারবালার শান (কবিতা)

কারবালার শান (কবিতা)

কারবালার শান
লেখক: জান্নাতুল নাফিয়া রহমান

লাব্বাইক ইয়া হোসাইন,
আসমানে উঠিলো মহররমের চাঁন
শুনে ওই কারবালার বয়ান,
কান্দে বিশ্বের মুমিন আশেকান,
আহারে কারবালার ময়দান।

লাব্বাইক ইয়া হোসাইন,
বলেন মাওলা আলীর দুলাল,
মাথানত নয় দেখলে বাতেল
সত্যের উপরেই জান কোরবান,
আহারে কারবালার ময়দান..।

লাব্বাইক ইয়া হোসাইন,
দেখে হযরত ফাতিমার নন্দন
চিনলোনা ওই এজিদ দুশমন
করলো শহীদ কিসের কারণ
আহারে কারবালার ময়দান

লাব্বাইক ইয়া হোসাইন,
মারিয়া জান্নাতি যুবকের সরদার
কেমনে হইবা শাফায়েতের দাবীদার,
ঈমামের শীর কাটছ পাষাণ,
আহারে কারবালার ময়দান।।

লাব্বাইক ইয়া হোসাইন,
ইমামে নবীজীর পেয়ারা জান,
মুমিনের নয়নমণি মদিনার প্রাণ,
কেমনে মারলে কুফার কাফেরান,
আহারে কারবালার ময়দান।।

ইয়া লাব্বাঈক হোসাইন,
সীমারের কাপেনী একবারও অন্তর,
রক্তে ভেজালো কারবালার প্রান্তর,
ফুরাতের পানির বদলে তীরের বান,
আহারে কারবালার ময়দান।।