ঈদে গাদির
ঈদে গাদির: রাসূল পাক (সা:) ৬৩২ খ্রিস্টাব্দ বা দশম হিজরির ১৮ই জিলহজ্ব বিদায় হজের পর রাসূল (সা.) মদিনায় ফেরার পথে গাদিরে খুম নামক স্থানে সোয়া লক্ষ হাজীদের সমবেত করে হজরত আলী (আ.)-কে তিনার স্থলাভিষিক্ত(খলিফা) হিসেবে ঘোষণা দেন। ঠিক তখন থেকেই ১৮ই জিলহজ্ব পবিত্র গাদির দিবস হিসেবে পরিচিত। এই দিনটি ঐতিহাসিক গাদির দিবস বা ঈদে গাদির হিসেবে খ্যাত।
ঈদে গাদির সম্পর্কিত পোস্ট:
- ঈদে গাদিরে খুম মুসলিম জাতির মুক্তির একমাত্র দিকনির্দেশনা।
- ঈদে গাদীরে খুম নিয়ে কোরানের দিকনির্দেশনা।
- ঈদ দিবস বা ঈদে গাদিরের মাহাত্ম:
- গাদিরে খুমের ঘটনাবলীর উল্লেখ রয়েছে এমন ২০টি পুস্তক
- মওলা আলী (আঃ)-ই হলেন রাসুল (সাঃ) এর ঘোষিত সর্ব প্রথম ইমাম