হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) ১৯ রমজান ইসলামের এক কলঙ্কিত ইতিহাস।

১৯ রমজান ইসলামের এক কলঙ্কিত ইতিহাস।

605

১৯ রমজান ইসলামের এক কলঙ্কিত ইতিহাস।

– ইমরান হাসান ইমন

আমরা সেই কলঙ্কিত জাতি যাদের হাত নবীর বংশধরদের রক্তে রঞ্জিত! যাদের পবিত্রতার ঘোষণা আল্লাহপাক কোরানে করেছেন, যাদেরকে রাসুলে খোদা ইসলামের মানদণ্ড বলেছেন আমরা তাদের হত্যা করে মাথা উঁচু করে বলি আমরা মুসলিম। ৯৫% মুসলিম ইসলামের এই কলঙ্কিত ইতিহাস সম্পর্কে কিছুই জানে না এবং জানার চেষ্টাও করে না। ভারতের এক হিন্দু ভাই একদিন আমাকে বলেছিল, “ভালো হয়েছে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি। আমার হাত আলী আজগরের রক্তে রঞ্জিত নয়! যে হোসাইনকে আমরা দেবতা মানি তাকে তোমরা হত্যা করেছো!”

১৯ রমজান আলী আজগরের দাদা, হোসাইনের পিতা মাওলা আলী ইবনে আবি তালিবকে মসজিদের ভিতরে সিজদারত অবস্থায় বিষ মাখানো খঞ্জর দিয়ে মাথায় আঘাত করে হাফেজ আবদুল রহমান ইবনে মলজেম নামক এক খারেজি। সেই বিষের প্রভাবে ২১ রমজান উনি শাহাদাত বরণ করেন। আমরা মুসলিমত তাই অপর মুসলিম ভাইদের কূকর্ম খুব সহজেই ঢেকে দেই, সেটা মোহাম্মদ সঃ এর ভাই অথবা নাতি পুতিদের হত্যাকান্ডের মত জঘন্য কাজইবা হোক না কেন! আলে রাসুলদের উপর এই জুলুম প্রত্যেক জামানায়ই বিদ্যমান ছিল।

আহলে বাইতের অধিকাংশ ইমামদের হত্যা করা হয়েছে বিষ প্রয়োগে। এই উমাইয়া ও আব্বাসীয়া রাজবংশের বেতনভোগী মুফতিরা হত্যাকান্ড গুলোর পক্ষে ফতোয়াও আবিষ্কার করেছে। তৎকালীন অধিকাংশ মুসলিমরা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদও করেনি বরং মেনে নিয়েছে। নিজেদের মনগড়া মতো হাদিস ও ফিকহ্ তৈরি করে তারা তাদের সুবিধামত ইসলামকে উপস্থাপন করেছে।

কালক্রমে সেই বিকৃত ইসলামই কি আমাদের সমাজে প্রচলীত নয়? একটু গবেষণা করি আমরা। সচেতন হই। অন্ধের মত অন্যের অনুসরণ করে নিশ্চিন্তের ঘুম থেকে জাগ্রত হই। তবেই এই উম্মাহর মুক্তি সম্ভব।