ও কারবালা (কারবালার স্মরনে কবিতা)
ও কারবালা
— ফকির সেলিম কাদেরী
ও কারবালা ও কারাবালা
মোরা তোমার কাছে ঋণ,
মোরা যার কারণে পেলাম
ও সে মওলা হোসাইন,
ছের না কাটলে পেতাম না যে
ইসলামের এই দিন৷
দয়াল নবীজির কলিজার টুকরো
সাত রাজারো ধন,
হয়নি নত হায়নাদের কাছে
রেখেছে নানার মান৷
খবর দিয়ে নিলো হোসাইনকে
ওরা হইবে মোসলমান,
যাবার পরে করলো গাদ্দারী
তারা হইলো নাফরমান৷
দুই জাহানের বাদশায়িত্ব নিয়ে
আমার মওলা হোসাইন,
কি খেলা খেলিলো কারবালায়
দিয়ে আত্মবলিদান৷
শোন সবে নাম ডাকেরই
আহারে মোসলমান,
আত্মার আত্মসংশোধনে
কর সত্যের আলিঙ্গন৷
এই ধরাতে সম্যক গুরুতে
কর আত্মসমর্পণ,
সেলিম, হোসাইনী সু-স্বভাব পেতে
ধরো সেন্টু শাহ্’র ওই চরণ৷