জিয়ারতে আশুরা (ইসলামিক কবিতা)
জিয়ারতে আশুরা
_অয়ন সাঈদ
প্রতি মুহূর্ত প্রতিটি স্থানে, কান্নায়
চোখ ভরে উঠুক কারবালা জিয়ারত
আস্সালামু আলাইকা ইয়া হুসাইন
আস্সালামু আলাইকা আবা আব্দুল্লাহ
লানত জানাই আলী আসগরের হত্যাকারীদের
লানত জানাই বাহাত্তরের বিপরীত সকল কীটাণুকীটে!
লানত লানত লানত আমার এ পাষাণ হৃদয়
কান্নাতে চোখ জুড়ে রয় না সদা কারবালা জিয়ারত!