
কবিতা: হুব্বে হুসাইন
(অয়ন সাঈদ)
আপনার পবিত্র কদম মোবারকের ঘ্রাণে
মজ্জুব মাতোয়ারা কারবালা ভূমি
এদিকে মানুষে মানুষের অন্তর ইয়াজিদের বধিরতায়
সিমার পালের হ্রেষা ত্রাসে ক্রমশ অমানবিক হচ্ছে!
আছরের মাতম ঘরে ঘরে সূর্যের মতো আচ্ছন্নে উজ্জ্বল
ইয়া হুসাইন, আপনার সেজদার হালতেই আমাদের সমূহ অভিপ্রায়
আপনার এক মুহূর্তপ্রবাহ, একটু মুচকি হাসি
অমূল্য খাজানার চেয়েও মধুময়;
হাফিজ, বোখারা তো ছাই- সমরখন্দ-ও ছার
ফিদা হয়ে প্রিয়কে দুইবিশ্ব দিব উপহার!
– অয়ন সাঈদ