
মাওলা আলীর শান-মান: পর্ব-২১
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
حَقُّ عَلِيٍّ عَلَي الْمُسْلِمِينَ حَقُّ الوَالِدِ عَلَي الْوَلَدِ.
অর্থ: “মুসলমানদের উপর আলীর অধিকার,সন্তানের উপর পিতার অধিকারের ন্যায়।”
(আর রিয়াদুন্ নাদরাহ ৩:১৩০, ইমাম আলী– ইবনে আসাকির ২:২৭২/৭৯৮-৭৯৯)।
সমগ্র সৃষ্টি জগত মুসলমানদের উপর মাওলা আলীর অধিকার পিতার ন্যায় আর আমরা সবাই মাওলা আলীর নিকট সন্তানতুল্য। এখানে দয়াল রাসূল পাক (সাঃ) ব্যতীত সমস্ত নবী-রাসূল, সাহাবী, অলী আল্লাহ, মুমিন, ঈমানদার এবং সমস্ত মুসলমানদেরকে বুঝিয়েছে। পিতা যেমন সন্তানকে শাসন, ভালোবাসা এবং ভুল সংশোধন করার অধিকার রাখে ঠিক তেমনিভাবে মাওলা আলী পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষের প্রতি পিতার ন্যায় তেমন অধিকার রাখে।
আর সমগ্র মানবজাতি পিতার ন্যায় মাওলা আলীকে ভালোবাসা এবং সম্মান করা অবধারিত। যদি কেউ বিরুপ অথবা ভিন্ন মত পোষণ করে, তাহলে সে মুসলমান থেকে সাথে সাথে খারেজি হয়ে যাবে। বরং সে ঈমানহারা হয়ে কাফেরে পরিণত হবে। কারণ পাক পাঞ্জাতনই সৃষ্টির মূল উৎস।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।