মাওলা আলীর শান-মান: পর্ব-২২

মাওলা আলীর শান-মান: পর্ব-২২

দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
ذِكْرُ عَلِيٍّ عِبَادَةٌ.

অর্থ “আলীকে স্মরণ করা ইবাদততুল্য।”
(কানযুল উম্মাল ১১,৬০১/৩২৮৯৪,আল ফেরদৌস ২:২৪৪/৩১৫১,ওসীলাতুল মুতাআব্বেদীন খ: ৫ আল কাসাম ২:১৬৮)

মাওলা আলীর নাম মহব্বতের সহিত একবার স্মরণ করলে যতো পাপ ঝরে, পাপীর কি সাধ্য আছে ততো পাপ করিতে। মাওলা আলীর জিকির করা অতি উত্তম ইবাদত। চোখের অশ্রু বিসর্জন দিয়ে মাওলা আলীর নাম স্মরণ করলে, পাপগুলো এমনভাবে ঝরতে থাকে তখন ঐ ব্যক্তির পাপ বলতে আর কিছুই থাকে না। নিষ্পাপ একজন শিশুর ন্যায় হয় এবং পূণ্যগুলো আসমান জমিন সমতুল্য হয়ে যায়।

তাইতো মুমিন সাহাবীরা সবসময় মাওলা আলীর জিকির করতো। এই ইবাদতের স্বাধ এতো মজার, যে একবার করেছে সেই মর্মভেদ জানে। মোজাম্মেল পাগলা কেঁদে বলে বারেবার, পৃথিবীর সমস্ত ইবাদত ভুলে গেলেও তোমার স্মরণ যেনো ভুলি না একবার। তোমার স্মরণ সুধাই হোক অধমের শেষ মৃত্যু পেয়ালা।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel