মাওলা আলীর শান-মান: পর্ব-২৮

মাওলা আলীর শান-মান: পর্ব-২৮

দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
عَلِيٌّ خَيْرُ الْبَشَرِ، مَنْ أَبَي فَقَدْ كَفَرَ.

“আলী সর্বশ্রেষ্ঠ মানুষ,যে তা মানবে না সে নিঃসন্দেহে কাফের।”
(সিয়ারু আ’ লামুন নুবালা ৮:২৫০,ইমাম আলী (আ.)-ইবনে আসাকির ২:৪৪৪/৯৬২-৯৬৬,তারীখে বাগদাদ ৭:৪২১)।

দয়াল রাসূল (সাঃ) এর পর মাওলা আলী সৃষ্টি কুলের সেরা মহামানব। যারা এটা মানবে না, তারা নিঃসন্দেহে মোনাফেক এবং কাফের। মাওলা আলীকে সৃষ্টি কুলের সর্বশ্রেষ্ঠ মানার নামই ঈমান এবং উত্তম ইবাদত। আর এর বিপরীতে বিন্দুমাত্র এদিক-সেদিক চিন্তা ভাবনা করার নামই কুফরি আকিদা। তখন কেয়ামত পর্যন্ত ইবাদত করলেও কোন লাভ হবে না। যার আকিদা ঠিক নাই তার কোনকিছুই ঠিক নাই।

মাওলা আলীর চরণ আঁকড়ে ধরে থাকার নামই মুক্তি। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি মাওলা আলীকে সর্বশ্রেষ্ঠ মহামানব না মানবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির মুক্তি হতে পারে না। মাওলা আলীকে মানার নামই মুক্তি এবং স্বয়ং ধর্ম।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel