মাওলা আলীর শান-মান: পর্ব-২৩

মাওলা আলীর শান-মান: পর্ব-২৩

দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
زَيِّنُوا مَجَالِسَكُمْ بِذِكْرِ عَلِيٍّ.

“তোমাদের মজলিসগুলোকে আলীর নাম উচ্চারণের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করো।”
(আল মানাকিব– ইবনুল মাগাযেলী : ২১১/২৫৫)।

ওয়াজ মাহফিল, জলসা, মিলাদ এবং সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে মাওলা আলীর গুণগান ও প্রশংসার মাধ্যমে সৌন্দর্যমন্ডিত হয়। মাওলা আলীর প্রশংসা করা অতি উত্তম ইবাদত। দয়াল রাসূল (সাঃ) এবং মাওলা আলী এক ও অভিন্ন এবং তাঁরা একে অপরের পরিপূরক। যে মজলিসে মাওলা আলীর নাম উচ্চারণ করা হয় না, সেটা কখনো আল্লাহ এবং রাসূলের বিধান মতে ধর্মীয় জলসা হতে পারে না। বরং ধর্মীয় জলসার আড়ালে সেটা শয়তানের জলসায় পরিণত হবে। মাওলা আলীর প্রশংসা ব্যতীত ধর্মীয় জলসার বিধান নেই।

সে মজলিসে মাওলা আলীর গুণগান প্রকাশ করা হয়, সেটাই একমাত্র আল্লাহ এবং রাসূলের মজলিস। আর বাকীসব তারে নারে বিপদগামীদের মজলিস। সকল প্রকার ধর্মীয় জলসায় মাওলা আলীর গুণগান প্রকাশ হোক। এটাই মুমিন মুসলমানদের দৃঢ় সংকল্প প্রতিজ্ঞা। মনে রাখবেন, মোনাফেকরা কখনো মাওলা আলীর প্রশংসা করতে পারবে না। মুমিনরা অতি সহজেই মাওলা আলীর মাধ্যমে চিনতে পারে কোনটা আল্লাহ এবং রাসূলের মজলিস এবং কোনটা শয়তানের মনোনীত মজলিস। সাধু সাবধান! মাওলা আলী ব্যতীত মানব জাতির মুক্তির বিধান নেই।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।