মাওলা আলী (আ:) -এর শুভ আগমন

মাওলা আলী (আ:) -এর শুভ আগমন

মাওলা আলী (আ.) ২৩ হিজরীর পূর্বাব্দের ১২ই রজব মতান্তরে ১৩ই রজব রোজ শুক্রবার দিন মক্কা নগরীতে পবিত্র কাবা ঘরে জন্ম গ্রহণ করেন। অবশ্য এ ব্যাপারে কিঞ্চিৎ মতভেদ রয়েছে। এ ব্যাপারে বর্ণিত আছে যে, মাওলা আলী(আ.) এর মাতা ফাতেমা বিনতে আসাদ (রা.) একবার গর্ভাবস্থায় হযরত রাসুল (সা.) -কে বলেছিলেন, যদি এবার আমার গর্ভের সন্তানটি পুত্র হয় তবে তাকে তোমার গোলাম করে দেবো আর যদি মেয়ে হয় তবে তোমার দাসী করে দেবো।

এর কিছুদিন পর হজরত ফাতেমা বিনতে আসাদ (রা.) কাবাঘর তাওয়াফ করতে যান। তখন তাওয়াফের সময় তাঁর প্রসব বেদনা শুরু হয় এবং তিনি এ অবস্থায় হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে বিপদগ্রস্ত অবস্থা হতে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করতে থাকেন। এ সময় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রা.) সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন অলৌকিকভাবে কাবার দেয়াল দু’ভাগ হয়ে গেল হজরত ফাতেমা বিনতে আসাদ (রা.) কাবাঘরে প্রবেশ করলেন এবং সাথে সাথে কাবাঘরের দু’ভাগ হওয়া দেয়ালটি বন্ধ হয়ে গেল।

 এ ঘটনা প্রত্যক্ষ করে হযরত আব্বাস (রা.) ও তাঁর সাথের লোকজন অবাক হয়ে যান। এ কাবাঘরেই মাওলা আলী (আ.)- এর জন্ম হয়। কাবা মসজিদের যে স্থানটি ‘সুলতানখানা’ নামে পরিচিত সেখানেই মাওলা আলী (আ.) জন্ম গ্রহণ করেন।

তথ্য সূত্রঃ- [নবী বংশের পরিচিতঃ ৭১-৭২ পৃষ্ঠা। বেহুঁশের চৈতন্য দান, ২৫১-২৫২ পৃষ্ঠা]