হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) আহলে বাইত (আঃ) গণের পরিচিতি লাভ দোজখ হতে মুক্তির উসিলা।

আহলে বাইত (আঃ) গণের পরিচিতি লাভ দোজখ হতে মুক্তির উসিলা।

আহলে বাইত আঃ গণের পরিচিতি লাভ দোজখ হতে মুক্তির উসিলা।

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন-
“আহলে বাইত (আঃ) গণের পরিচিতি লাভ দোজখ হতে মুক্তির উসিলা। আর আহলে বাইতকে ভালোবাসা অর্থ পুলসিরাত পাড়ি দেওয়া। আর তাঁদের কে বিশ্বাস করা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা সদৃশ”।

রেফারেন্সঃ [ইমাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীঃ মাদারেজুন নবুওয়াত,৩য় খন্ড,পৃষ্ঠা-১১৫]

রসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন-
“কিয়ামতের দিন এক দল লোককে অত্যন্ত চমৎকার ও সম্মানিত অবস্থায় দেখা যাবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা ফেরেস্তা বা নবী কিনা? উত্তরে তাঁরা বলবেন, আমরা ফেরেস্তাও নই নবীও নই, বরং মুহাম্মদ [ﷺ]-এঁর উম্মতের মধ্যে অভাবী লোক। তখন তাঁদের জিজ্ঞাসা করা হবে, তাহলে কিভাবে তোমরা এত উচ্চ মর্যাদা লাভ করলে? উত্তরে তাঁরা বলবেন, আমরা খুব বেশি আমল করিনি এমনকি পুরো বছর রোজাও রাখিনি এবং পুরো রাত্রি ইবাদতেও কাটাইনি। তবে আমরা পাঁচ ওয়াক্ত নামায কায়েম করতাম এবং মুহাম্মদ [ﷺ] ও তাঁর আহলে বাইতের সদস্যগণের নাম শুনলে তাঁদের উপর দূরুদ পাঠ করতাম। আর তাঁদের দুঃখের কথা শুনলে আমাদের গাল গড়িয়ে অশ্রু প্রবাহিত হতো।”

রেফারেন্সঃ [ইমাম হাকিমঃ মুস্তাদারক আলাস সাহিহাইন,১০ম খন্ড,পৃঃ ৩১৮]