আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি ও তার নূরে আহলে বাইয়াত সৃষ্টি।

আল্লাহর নূরে মোহাম্মদ সৃষ্টি ও তার নূরে আহলে বাইয়াত সৃষ্টি।

আল্লাহ’ তায়ালা ফরমাইলেন, হে মোহাম্মদ (দ:) আমি আমার সাদা নূরের স্বচ্ছতা ও নির্মলতার প্রতি লক্ষ করলাম। সেই নূরকে আমি কূদরতের দ্বারা প্রথম থেকে নতুনভাবে আমার হুকুমে সৃষ্টি করে রেখেছিলাম। তাকে আবার তিন ভাগে বিভক্ত করেছি।

প্রথম অংশ হতে আপনাকে ও আপনার আহলে বাইয়াতকে (বংশধরকে) তৈরী করেছি এবং দ্বিতীয় ভাগ হতে আপনার বিবি সকল ও সাহাবীদের তৃতীয় ভাগ হইতে যারা আপনার প্রতি মোহাব্বত ও ভালবাসা রাখেন তাদের সৃষ্টি করেছি। (সুত্র: নূরে মোহাম্মদী” মাওলানা কেরামত আলী, তরজমা মাওলানা শাহ মোহাম্মদ আবদুল্লাহ)

পাক-পাঞ্জাতনের উৎস এবং এর গভীরে যেতে হলে মক্কার নবী, মদিনার নবী জগৎ সমুহের নবী মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোজতবা (দ:) এর তেইশ বা তেষট্টি বৎসরের সমগ্র জীবন ইতিহাস পর্যালোচনা করলে চলবে না। হযরত আদম (আ:) এর জন্মের বহু পূর্বে যখন আদম (আ:) পানি ও কাদায় ছিলেন, তখনও তিনি নবী। ”কূনতু নবীয়ান আদমা বাইনাল মায়ে ওয়াততীন”। আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমাদের এই স্থুল জন্মের পুর্বে আমাদের নিশ্চয়ই এক সুক্ষ সৃষ্টি ছিল।

যে নবীর উম্মত আমরা, যার নূর হতে জগৎ সমুহ সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই আমরা ঐ নূরের জন্মের সাথে ওতপ্রতো- ভাবে জড়িত। তা জানা কি আমাদের কর্তব্য নয়? যে নূরের মাধ্যমে মানুষ সৃষ্টিতে আগমন এবং যে নূরের দিকে মানুষের প্রত্যাবর্তন সেই উৎস পাক-পাঞ্জাতনকে না জানা কত বড় মুর্খতা এবং বোকামী তা বলাই বাহুল্য। চলমান।

গ্রন্থসূত্রঃ শানে পাক-পাঞ্জাতন, পৃ: ৩৩।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel