কারবালার প্রতিশোধ: খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:)
৬১ হিজরীতে কারবালায় ইমাম পরিবারের উপর যে নির্যাতন হয়-সেই হইতে আজ পর্যন্ত নবী বংশের উপর ও আল্লাহওয়ালাগণের উপর যে অত্যাচার নির্যাতন ও নিগ্রহ চলিয়াছে ও চলিতেছে তাহা যদি পুঞ্জিভূত করা যায়; তবে সপ্ত আসমান ও সপ্ত জমীনেও স্থান সংকুলান হইবে না। শতাব্দীর পর শতাব্দী ধরিয়া আল্লাহওয়ালা কামেলগণ অত্যাচারিত হইতেছেন।
কিন্তু আর নয়। এবার হইবে প্রতিশোধের পালা। প্রতিশোধ গ্রহণ করিবেন রাসূলে পাক (সাঃ) এর বংশধর, এলেমের দরিয়া, আখেরী ইমাম, মারেফাতের সূর্য হযরত ইমাম মেহেদী (আঃ)। তাহার এক হাতে থাকিবে কুরআন, আর এক হাতে থাকিবে তলোয়ার। তাহার শক্তিশালী আত্মিক তাওয়াজ্জুহ বলে সমগ্র বিশ্বে সত্য ও পরিপূর্ণ ইসলাম কায়েম হবে-যে সত্যের জন্য প্রাণ দিয়াছেন ইমাম আলী (কঃ), ইমাম হাসান (রাঃ) ও ইমাম হোসেন (রাঃ)।
যে সত্যের জন্য নির্যাতিত হইয়াছেন ইমাম জয়নাল আবেদীন (রঃ), ইমাম জাফর ছাদেক (রঃ), ইমাম মুসা কাজেম (রঃ) প্রমুখ। জগতের সমুদয় ওলী আল্লাহ তাঁহার আগমন প্রতিক্ষায় রহিয়াছেন। আল্লাহপাকই সব ভাল জানেন।
- বিশ্বওলী খাজাবাবা হযরত শাহসূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেব।
- (তথ্যসূত্রঃ নসিহত-সকল খন্ড একত্রে, নসিহত নং ৫০, পৃষ্ঠা নং ৪৩১)