খাজাবাবা ফরিদপুরী (রহঃ) এর দুই মুখপাত্র সম্পর্কে নসিহত
আমার অবর্তমানে আমার দুই ছেলেই (মাহফুজল হক মুজাদ্দেদী ও মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী) হেদায়েতের দায়িত্ব পালন করিবে। হেদায়েতের মূল দায়িত্ব থাকিবে বড় ছেলের উপর। সে আমার স্থলাভিষিক্ত হইবে। এই খানকা শরীফ হইতে সত্য তারিকা প্রচার, খোদাতালাশীদের তালিম প্রদান, জাকেরানদের দেখাশুনা করা উপদেশ দেওয়া ইত্যাদি দায়িত্ব পালন করিবে বড় ছেলে মাহফুজল হক মুজাদ্দেদী। আর জাকেরানদের নিয়ে সভা সমিতি করা, দেশের বাহিরে তথা বহির্বিশ্বে আমার এ সত্য তরিকা প্রচারের এবং ট্রাস্টের কার্যাবলি সম্পন্ন করার দ্বায়িত্ব থাকিবে ছোট ছেলে মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর উপর।
দুইজনের কর্মকান্ডই মূলত একই কাজের দুইটি অংশ। এই কাজ ইসলামের সত্য আর্দশ প্রচারের কাজ। আমার অবর্তমানে তাহারা দুইজন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এ কাজকে সম্মুখে আগাইয়া নিবে। এক্ষেত্রে একজন অপর জনের পরিপূরক। এক্ষেত্রে ছোট ছেলে বড় ছেলেকে সর্বাত্নক সহযোগিতা করিবে এবং বড় ছেলে ছোট ছেলের উপদেষ্টা থাকিবে।
দুই ছেলেকে যে দায়িত্ব দেওয়া হইলো তাহা পালনের যোগ্যতা ও গুনাগুন উভয়েরই আছে। তাহাদের উভয়কেই ইসলামের জাহেরী ও বাতেনী – উভয় শিক্ষাই প্রদান করা হইয়াছে।
তথ্যসূত্রঃ বিশ্ব জাকের মঞ্জিলের পরিচালনা পদ্ধতি, পৃষ্টা নং-১৩৬-১৩৭